আজ অর্থাৎ শনিবার বহু প্রতিক্ষার অবসান হয়ে রাজ এবং শুভশ্রীর বাড়িতে এলো সুখের খবর। সকালবেলায় রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় জয় জগন্নাথ পোস্ট করে শুভ বার্তার কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন অনুরাগীদের। দুপুর ১ টা নাগাদ খবর পাওয়া গেল যে তাদের ঘরে জন্ম নিয়েছে একটি ফুটফুটে পুত্রসন্তান। ইতিমধ্যেই সেই পুত্র সন্তানের নাম রাখা হয়ে গেছে রাজ চক্রবর্তীর বাড়ি র তরফ থেকে। শুভশ্রী রাজ পুত্রের নাম রাখলেন যুবান চক্রবর্তী।
ইতিমধ্যেই তাদের সন্তানের প্রথম ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে।সদ্যজাত এর ছবি দেখে সকলেই স্বাভাবিকভাবেই খুব খুশি হয়েছেন। নবজাতককে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছে নেটিজেনরা। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে মা এবং সন্তান দুজনেই সুস্থ এবং সবল রয়েছেন।
We are blessed with a baby boy!!
YUVAAN says “Hello” to you all …#YuvaanChakraborty pic.twitter.com/DwQzw1EBQH— subhashree ganguly (@subhashreesotwe) September 12, 2020
কিছুদিন আগে যেহেতু রাজ চক্রবর্তীর বাবা অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তাই বাড়ির বয়স্কদের বক্তব্য, শুভশ্রী এবং রাজের বাড়িতে যে পুত্রসন্তানের জন্ম হয়েছে, তাহলে আসলে রাজের বাবা। যাইহোক, এমন অনেক ধারণার মধ্যেই সুস্থভাবে চক্রবর্তী পরিবারে পদার্পণ করল যুবান চক্রবর্তী।