Home অফবিট পেট্রোল পাম্পে তেল ভ’রা’তে গিয়ে আর ঠকবেন না! এই জিনিসগুলো জেনে রাখুন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল পাম্পে তেল ভ’রা’তে গিয়ে আর ঠকবেন না! এই জিনিসগুলো জেনে রাখুন

বর্তমানে পেট্রোল পাম্পে পেট্রোল বা ডিজেল কিনতে গিয়েও প্রতারণার ছবি দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। তেলের পরিমাণে গরমিলের পাশাপাশি যোগ হয়েছে ভেজাল তেলের মত বিষয়ও। ফলে বিপাকে পড়তে হচ্ছে ক্রেতাদের। কিছু সহজ উপায় ব্যবহার করলে আপনি পেট্রোল পাম্পে প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন –

১. পেট্রোল পাম্পে অনেক সময় পরিমাণের তুলনায় কম পরিমাণ তেল দিয়ে থাকে।একে শর্ট সেলিং (Short Selling) বলে। এই রকম প্রতারণার হাত থেকে বাঁচতে তেল কেনার আগে দেখে নেবেন তেল নেওয়ার মেশিনটি যাতে “শূন্য” থেকে শুরু হয়।

তেল ভরার পরেও যদি আপনার গাড়ির তেলের রিডিংয়ে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে আপনি মিটার টেস্ট করতে পারেন। পাম্পের কর্মচারী বিনামূল্যে এই টেস্ট করতে বাধ্য।

২. আমরা অনেকেই গাড়ি বা বাইকে পেট্রোল একদম শেষ না হওয়া পর্যন্ত তেল ভরি না। এটি গাড়ির পক্ষে ক্ষতিকর। অন্যদিকে, খালি ট্যাঙ্কে পেট্রোল ভরলে,ট্যাংকের বাতাসের সাথে ওই পেট্রোল কিছুটা মিশে যায়।ফলে পেট্রোলের পরিমাণ কমে যায়।

আরো পড়ুন: আজ রবিবার, সাপ্তাহিক ছুটির দিনটি আপনার জন্য কেমন দেখে নিন, রইলো রাশিফল (28.05.2023)

৩. পাম্পে তেল ভরার সময় সবসময় মেশিনের দিকে নজর রাখুন। যদি মেশিনের মিটারটি বারবার বন্ধ বা থেমে থেমে চলতে থাকে, সেক্ষেত্রে মেশিনে কোন কারচুপি করা হয়ে থাকতে পারে। এইরকম মেশিন থেকে তেল ভরবেন না।

৪. অনেক সময় পেট্রোল বা ডিজেলে কেরোসিন বা অন্যান্য অশুদ্ধি মেশানো হয়। এইরকম ভেজাল তেলের হাত থেকে বাঁচতে ফিল্টার টেস্ট করতে পারেন। আপনার সন্দেহ হলে আপনি পেট্রোলের ফিল্টার পেপার টেস্ট করাতে পারেন।

কয়েক ফোঁটা তেল সাদা কাগজে ঢেলে দেখা হয়,যে কাগজে কোনো দাগ আছে কি না। যদি ফিল্টার পেপারে কোন দাগ থাকে,তাহলে বুঝতে হবে তেলে ভেজাল রয়েছে।