সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লঞ্চ হ’লো আধার মিত্র, কি কা’জ করবে এটি? জানুন বি’স্তা’রে

সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাক আপ চ্যাটবোট লঞ্চ করা হয়েছে যা কিনা আঁধার কার্ডের বিভিন্ন ক্যুয়ারি সম্পর্কিত। আঁধার মিত্র চ্যাটবোটের দ্বারা মানুষ সহজেই আধার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাবে।

এটি একটি এআই বেস মডেল, তার দ্বারা বিভিন্ন কিছু ট্র্যাক থেকে শুরু করে পিভিসি স্ট্যাটাস, রেজিস্টার সংক্রান্ত বিভিন্ন দিক ও অভিযোগ ও প্রশ্ন সমস্ত কিছুর উত্তর মিলবে গ্রাহকদের। এই বিষয় নিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি টুইট করা হয়েছে, সেখানে বলা হয়েছে আগের তুলনায় বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড চ্যাটবোট সাপোর্টের দ্বারা আরো সহজে ইন্টারেকশন করতে পারবে, বিভিন্ন প্রশ্নের উত্তর সহজেই মিলবে।

এর দ্বারা সহজেই বিভিন্ন পিভিসি আঁধার কার্ডের স্ট্যাটাস, রেজিস্টার, সাথে বিভিন্ন অভিযোগের সদুত্তর পাওয়া যাবে সহজেই। তবে বিস্তারিত আরো জানার জন্য https://uidai.gov.in/en/.” এখানে যোগাযোগ করুন। তবে মানুষের সুবিধার জন্য টুইটের সাথে যে পোস্টার এটাচ করে দেওয়া হয়েছে সেখানে একটি কিওয়ার কোড রয়েছে।

মানুষ চাইলে সেটা স্ক্যান করে সহজেই আধার মিত্র এ আই সম্পর্কে জানতে পারবেন। এই আধার মিত্র ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল, প্রথমেই https://uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে ।

আর সেখানে গিয়েই হোমপেজে দেখতে পারবেন , একেবারে ডানদিকে নিচে আঁধার মিত্র পপ আপ করতে থাকবে। আর সেখানেই আপনাকে ক্লিক করতে হবে।