সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই শহরে নেই কো’নো সড়ক! আ’ছে রানওয়ে, ব্যক্তিগত বিমান নিয়েই এরা যাওয়া আ’সা করেন

ব্যক্তিগত বিমান থাকার কথা আমরা হয়তো স্বপ্নেও ভাবতে পারি না। ব্যক্তিগত বিমান থাকে হলিউডের নায়ক নায়িকাদের, রোনাল্ডো-মেসিদের মতো কোটি কোটি টাকার খেলোয়াড়দের, আবার মাস্ক কিংবা বিল গেটসদের মতো ব্যক্তিদের।

কিন্তু এমন যদি হয় যে একটি এলাকার প্রতিটা অধিবাসীদের ব্যক্তিগত বিমান থাকবে। হ্যাঁ বাস্তবে এটাই সত্যি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ছোট্ট শহরে অধিবাসীদের রয়েছে ব্যক্তিগত বিমান।

সে এক ঐতিহাসিক গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার বহু বিমানবন্দর অচল হয়ে পড়ে। এই কারণে তখন অবসরপ্রাপ্ত পাইলটদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তখন প্রশাসনিক দপ্তর থেকে সিদ্ধান্ত নেয় যে এই বিমান চালকদের থাকার ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন: স্যুটকেসের ভি’ত’রে কি ঘোরাঘুরি করছে? খুলতেই চ’ক্ষু চড়কগাছ

সেই জন্য ১৯৬৩ সালে তৈরি হয় ক্যামেরন পার্ক। এককালে যার নাম ছিল ক্যামেরন পার্ক এয়ারপোর্ট। এখানকার সমস্ত পরিবারের কোনো না কোন মানুষ একসময় বিমান চালক ছিলেন।

এই বিমান চালকদের বর্তমান প্রজন্মের মানুষেরা বিমান চালাতে খুবই পারদর্শী। তাই এদের রয়েছে প্রাইভেট বিমান। এই শহরের অলিগলি রাস্তা বলে কিছুই নেই। শহরকে দুই ভাগে ভাগ করে রানওয়েতে এসে মিশেছে যে রাস্তাটি সেই রাস্তাটিও ১০০ ফুট প্রশস্ত। ফলে অনায়াসেই সেখানে বিমান ওঠানামা করতে পারে।

শহরের মানুষেরা যেভাবে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন ঠিক সেই ভাবেই এই শহরের মানুষেরা ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। বাড়ির সামনেই রয়েছে বিমান রাখার একটি জায়গা।

বছরের একটি দিন বিমানের প্রদর্শনী এই শহরে আয়োজিত হয়। সেখানে রান হয়ে বরাবর সারিসারি দিয়ে দাঁড়ায় বিভিন্ন মডেলের বিমান এবং সেগুলি একইসঙ্গে আকাশে উড়তে থাকে। এই দৃশ্যটি অতি মনোরম দৃশ্য।