Home দেশ ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৭৫ টাকার কয়েনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফুরিয়ে গেছে ২০০০ এর নোট এর প্রয়োজনীয়তা। তাই জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ এর গোলাপি নোট অচল করে দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোটের আয়ু রয়েছে। তারপর এই নোট আর বাজারে চালানো যাবে না।

এবার এই নোটের পরিপন্থী হিসেবে নতুন পয়সা এলো বাজারে।  তবে ২০০০ টাকার কয়েন নয় বরং বাজারে এসেছে ৭৫ টাকার কয়েন আর তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ মুদ্রার উন্মোচন করলেন মোদি।

আজ ভারতবর্ষের ইতিহাসে এক অন্যতম ঐতিহাসিক দিন কারণ আজ নতুন সংসদ ভবন পেয়েছে ভারত বর্ষ। সেই সঙ্গে আজ আরও বেশ কয়েকটি স্মরণীয় কান্ড ঘটে গিয়েছে। তার মধ্যে অন্যতম ৭৫ টাকার কয়েন প্রকাশ।

আরো পড়ুন: আকাশপথে আরো সহজে পৌঁছে যান ডুয়ার্স, মিললো যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি

৭৫ টাকার বিশেষ মুদ্রার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক মুদ্রার উদ্বোধন করেন তিনি।  ভারতীয় ডাক বিভাগের তরফে তৈরি করা হয়েছে এক স্ট্যাম্প। এই স্ট্যাম্পের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে কলকাতার টাকসালে ৭৫ টাকার এই স্মারক মুদ্রা তৈরি করা হয়েছে আর তারপর তা পৌঁছে গিয়েছে দিল্লিতে। এতে রয়েছে চল্লিশ শতাংশ তামা ৫০ শতাংশ রুপো, পাঁচ শতাংশ নিকেল এবং পাঁচ শতাংশ দস্তা।