সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত ভোটের আগে বাংলায় শাখা বিস্তার করছে AAP, মুর্শিদাবাদে চালু হলো “মডেল মহল্লা ক্লিনিক”

মুর্শিদাবাদের চালু হয়ে গেল মডেল মহল্লা ক্লিনিক। দিল্লী পাঞ্জাবের মত এবার মুর্শিদাবাদেও মডেল মহল্লা ক্লিনিক চালু করল আম আদমি পার্টি বা এএপি। সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই নিজেদের ভীত শক্ত করতে চাইছে অরবিন্দ কেজরিওয়াল।

বাংলাতেও যাতে নিজের ঘাঁটি শক্ত হয় তার জন্যই এহেন উদ্যোগ বলে মনে করছেন অনেকেই। গত শনিবার মুর্শিদাবাদের তিনটি ব্লকের চার জায়গায় এই মডেল মহল্লা ক্লিনিক শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী রবিবার আরো তিনটি ব্লকে পাঁচটি ক্যাম্প হবে।

তবে প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন মডেল মহল্লা ক্লিনিক আসলে কি। এই ক্লিনিকে দুঃস্থদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে, ২২ জন চিকিৎসক এই মহৎ কাজের সঙ্গে যূক্ত হয়েছেন তাও আবার সম্পূর্ণ বিনামূল্য।

প্রয়োজনীয় ওষুধ ও দেয়া হবে এই ক্লিনিকে দেওয়া হবে। আগামী রবিবার লালগোলায় একটি ডায়াগনস্টিক সেন্টারও খোলা হবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন: বয়সে ২১ বছরের বড়ো নেতার সঙ্গে সংসার! সুখী দা’ম্প’ত্যে’র সি’ক্রে’ট তু’লে ধরলেন অভিনেত্রী স্নেহল

তবে সমস্ত কিছুই ক্ষমতা দখলের লড়াই নয় বলেই জানিয়ে দিয়েছেন আম আদমি পার্টি, তাঁরা শুধুমাত্র গরিব দুঃস্থদের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে চান।

দিল্লিতে এই ব্যবস্থা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে এমনকি পাঞ্জাবেও হয়েছে। এবার খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই রাজ্যেও শুরু করলেন তাঁরা।