সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের একবার ওড়িশায় লাইনচ্যুত হলো ট্রেন! কিভাবে ঘ’ট’লো এমন ঘ’ট’না?

গত সপ্তাহে শুক্রবারেই একটি ভয়াবহ দুর্ঘটনার কথা আমরা জেনেছি। একসাথে মানুষের মৃত্যুর সাক্ষী রইল গোটা দেশ। এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের আজ সকালে লাইনচ্যুত হল ট্রেন। লাইনচ্যুত হয়ে গেল পাঁচটি কামরা।

রেলমন্ত্রক সূত্র থেকে খবর পাওয়া গেছে, আজ একটি মালগাড়ি লাইনচ্যুত হয় বারগড় জেলায়। তবে এই দুর্ঘটনা ভারতীয় রেলের ট্রাকে হয়নি। এই দুর্ঘটনাটি এসিসি সিমেন্টের প্রাইভেট লাইনে ঘটে।

এখনো পর্যন্ত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  জানা গেছে এই মালবাহী ট্রেনটি দুনগুরি থেকে বারগড়ে যাচ্ছিল। দুর্ঘটনার পরেই সেখানে পৌঁছে যায় পুলিশ। ট্রেনের চালক অক্ষত আছেন বলে জানা গেছে।

এদিকে বালাসরের বাহানগা ষ্টেশন থেকে আজ ফের প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। হাওড়া থেকে কুড়িগ্রামে বন্দে ভারত এক্সপ্রেস এই ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে আজ।

সকাল থেকে ধীরে ধীরে এই লাইনে যখনই ট্রেন চলাচল শুরু হলো তার মধ্যে আরো একবার দুর্ঘটনার খবর কিছুটা হলেও চিন্তায় ফেলে দিলে সকলকেই।

তবে ট্রেন চলাচল শুরু হলেও এখনো সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা দুঃস্বপ্ন এখনো কেউ কাটিয়ে উঠতে পারেনি।

এখনো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের ব্যাগ পত্র জুতো মোজা। তবে মানুষকে এগিয়ে যেতেই হবে, ফিরতেই হবে স্বাভাবিক ছন্দে।