সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪-এ প্রধানমন্ত্রী হওয়ার ই’চ্ছে খুব! বি’রো’ধী’দের এক ছাতার ত’লা’য় আনতে আ’স’রে বিহারের মুখ্যমন্ত্রী

২০২৪ সালে আবার হতে চলেছে প্রধানমন্ত্রী নির্বাচন। আর আগামী প্রধানমন্ত্রী কে হতে চলেছে সে নিয়ে রাজনৈতিক দলগুলোতে চলছে বিরাট জল্পনা। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের রাজনীতিতে বিজেপিকে কিস্তিমাত করে বিরোধী শিবিরের একেবারে সামনের সারিতে চলে এসেছেন।

বিহারের মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপিকে তাঁদেরই অস্ত্রে বধ করেছেন তাতে দেশ থেকে মোদি আগ্রাসন শেষ করার লড়াইয়ে প্রথম সারিতে উঠে এসেছেন তিনি বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। নীতিশ কুমার নিজেও যথেষ্ট আশাবাদী বলে দেখা যাচ্ছে। তিনি বলেন , ইডি-সিবিআইকে আমার পিছনেও লাগাতে পারে বিজেপি, কিন্তু সেটা দেশের মানুষ বুঝে নেবে।

কিন্তু এবার বিরোধীদের ঐক্যবদ্ধ করার কাজটা আমি নিজেই করব’। তিনি আটবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর জয়ের পরেই অনেক রাজ্য থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁদেরকে তিনি একজোট হতে বলেছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির এই আগ্রাসী শাসন শেষ করতে সকলে আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: “জনসন অ্যান্ড জনসন” বেবি পাউডারে রয়েছে বি’ষা’ক্ত পদার্থ! গো’টা বিশ্বে পণ্য বি’ক্রি ব’ন্ধ করলো সংস্থা

তিনি বলেন, গত বিধানসভায় জেডিইউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই তিনি মুখ্যমন্ত্রী হতে চাননি। বিজেপির কথা রাখতেই তাঁকে মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করতে হয় কিন্তু যত দিন গিয়েছে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে এনডিএ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এনডিএ ছাড়ার জন্য অনেকেই আমায় বিশ্বাসঘাতকের তকমা দেয় কিন্তু তাদের জানিয়ে রাখি এটা আমার একার সিদ্ধান্ত নয়।

এটা গোটা দলের সিদ্ধান্ত। বলে দাবি করেছেন নীতিশ কুমার। তিনি আরো বলেন, যতদিন যাচ্ছে দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে তাই ২০২৪ আসতে দিন, আমরা দেখে নেবো বিজেপির ক্ষমতা কতদূর। এছাড়াও, সুশীল মোদির ব্যাপারেও জিজ্ঞেস করা হয় নীতিশ কুমারকে।

তাঁকে প্রশ্ন করা হয় সুশীল মোদি আপনার উপর ক্ষুব্ধ কেন? এর উত্তরে নীতিশ কুমার বলেন, ‘সুশীল মোদি যা চেয়েছিল সবই দেওয়া হয়েছে। ২০২০ সালে যখন বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় এলো জেডিইউ, তখন আমরা ভেবেছিলাম সুশীল মোদি আমাদের সঙ্গেই থাকবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তাঁকে সব কিছু দেওয়া সত্ত্বেও তিনি রাজ্যসভায় চলে যান। পরে অবশ্য জানা যায় তিনি ওখানেও কিছু পাননি ‘।