সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এই কোম্পানির ইলেকট্রিক স্কুটিতে আ’ছে রিভার্স গি’য়া’র! ১৫ আগস্ট মিলবে বি’শা’ল চ’ম’ক

যারা এই দুর্মূল্যের বাজারে নতুন স্কুটার করার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর। স্বাধীনতা দিবসে ভারতের বাজারে লঞ্চ হচ্ছে ওলার স্কুটার। মাত্র ৪৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই স্কুটার। ইতিমধ্যে অনেকে ।প্রি বুকিং করে ফেলেছেন। যদিও স্কুটারের প্রকৃত দাম তখনো পর্যন্ত ঘোষণা করেনি ওলা। কিন্তু ওলা যে উন্নত মানের ফিচার সম্মনিত দুর্দান্ত স্কুটার ‌ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে, এ সম্পর্কে নিশ্চিত ছিলেন অনেকেই।

সংস্থার তরফ থেকে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হচ্ছে। স্বভাবতই ক্রেতা এবং বিক্রেতা মহলে আগ্রহের পারদ তুঙ্গে। ওলার সিইও ভাবেশ আগরওয়াল এই স্কুটারের উন্নত মানের ফিচারস সম্পর্কে জানালেন। তিনি জানিয়েছেন চার চাকার ক্ষেত্রে যেমন রিভার্স গিয়ার থাকে, তেমনই ওলার স্কুটারে থাকবে রিভার্স মোড। অর্থাৎ পা দিয়ে না ঠেললেও স্কুটার পেছনে সরানো যাবে। এদিন তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে ওলার স্কুটার কেমন অদ্ভুত ভাবে পেছনের দিকে ছুটছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি দেখে অবাক হয়েছেন নেটিজেন। আপাতত দশটি কালার ভেরিয়েন্টে পাবেন এই স্কুটার। ১৫ জুলাই স্কুটারের বুকিং শুরু হয়। মাত্র একদিনের মধ্যেই এক লক্ষ স্কুটার বুক করে নেওয়া হয়েছিল। গ্রাহকের বাড়িতেই স্কুটার ডেলিভারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

স্কুটারের দাম সম্পর্কে অবশ্য এখনো কিছু নিশ্চিত ভাবে জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে এই স্কুটারের দাম হতে পারে ৮৫ হাজার টাকা। তবে সাবসিডি দিয়ে কত টাকার মধ্যে এই স্কুটার পাওয়া যাবে, সেটাই এখন দেখার।