সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাতার ফুটবল বিশ্বকাপের জন্য কি আ’লা’দা চ্যানেল? কোথায় ও কিভাবে দে’খ’তে পারবেন খেলা?

এই রবিবার ২০ নভেম্বর বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে চলেছে। ২৯ দিন ধরে ৩২ দল ৬৪ ম্যাচে অংশ নেবে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্ৰথমবার কোনও সংস্করণ মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে চলেছে। শুধু তাই-ই নয়, এই প্ৰথমবার নভেম্বর-ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপের আসর বসছে। কাতারের অসহ্য গরম এড়াতে এরকম বন্দোবস্ত।

সব দিক থেকেই এই বিশ্বকাপ বাকি সংস্করণের তুলনায় আলাদা হতে চলেছে। মোট আট গ্রুপের জমজমাট লড়াই হবে প্ৰথম পর্বে।প্রত্যেক গ্রুপে রয়েছে ৪টে করে দল। প্ৰথম ম্যাচে ইকুয়েডর মুখোমুখি আয়োজক কাতারের বিরুদ্ধে। সুচিতেও রয়েছে চমক। ঘনঘন সূচি রাখা হয়েছে প্রতিটি দলের জন্য। চারটে আলাদা আলাদা সময়ে ম্যাচ আয়োজন করা হয়েছে।

মাত্র ২৯ দিনের মধ্যে টুর্নামেন্ট সমাপ্ত করার জন্য টানা সাত দিন ম্যাচ রাখা হয়েছে। বিশ্বকাপের আগে একটি চ্যানেল খোলা হয়েছে, যার নাম স্পোর্টস ১৮। সেখানেই দেখা যাবে এই বিশ্বকাপ। ইতিমধ্যেই বিভিন্ন কেবল অপারেটররা তাদের চুক্তিতে স্পোর্টস ১৮-কে নিয়েছে। বিশ্বকাপ দেখার জন্য নিজের নিজের কেবল অপারেটরের সঙ্গে কথা বললে টেলিভিশনে পেয়ে যাবেন সেই চ্যানেল।

আরো পড়ুন: ১৮ বছরের কমবয়সী ছেলেমেয়েদের এই গ্রামে মোবাইল দে’খা একদম নি’ষি’দ্ধ

এছাড়াও ভারতে জিও সিনেমা এপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। কোনও সাবস্ক্রিপশন ছাড়াই জিও সিনেমা এপে প্রত্যেক ম্যাচ উপভোগ করা যাবে। ডেস্কটপ এবং ল্যাপটপে জিও সিনেমা ওয়েবসাইটে ফ্রিতে ম্যাচ দেখা যাবে। ভারতে বিশ্বকাপের সমস্ত ম্যাচ উপভোগ করা যাবে স্পোর্টস-১৮ এবং স্পোর্টস-১৮ HD টিভিতে।