সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বালেশ্বরে ট্রেন দু’র্ঘ’ট’না’র জায়গায় মি’ল’লো ভালোবাসার ডায়েরি, পাতায় শুধু লেখা কবিতা

ব্লাক ফ্রাইডে, অভিশপ্ত করমন্ডল এক্সপ্রেসের পর দুর্ঘটনার অনেকগুলো দিন কেটে গেলেও সেই ঘটনার কথা যেন ভুলতে পারছেন না কেউ। এখনো চলছে উদ্ধার কার্য। এই ঘটনায় প্রায় ৫00 জন মারা গিয়েছেন বলেই মনে করা হচ্ছে। প্রিয়জনের অপেক্ষায় ঘুম কেড়ে নিয়েছে সকলের! একটা দুর্ঘটনা অনেকগুলো গল্প তৈরি করে ফেলেছে। ঠিক যেমন ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে একটা ডাইরি।

সেই ডাইরিতে নাকি লেখা রয়েছে অনেকগুলো কবিতা। সেই কবিতাগুলো বেশিরভাগই প্রেমের আখ্যান দিয়ে ভরা। বাংলা ভাষায় লেখা ঐ কবিতাগুলো মর্মে মর্মে স্পর্শ করছে হৃদয়কে। কবিতাগুলো লাইন এরকম, বৃষ্টি থেকে সৃষ্টি হয় ভালোবাসা। আর হাতি মাছ সূর্যের নানান রকম ছবি আঁকা রয়েছে ওই ডাইরিতে।

ইতিমধ্যেই ওই কবিতার পাতাগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে কোন বাঙালি প্রেমিক অথবা প্রেমিকার হাতের লেখা খোদিত রয়েছে ওই ডাইরিতে। অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়।

এছাড়া লেখা রয়েছে ভালোবাসা দিয়ে তাকে চাই সর্বদা আছো তুমি আমার মনের সঙ্গে। হয়তো মৃত্যুর পরেও এই যুগলের দেখা হবে। আর এই কবিতাগুলো দেখে ভারাক্রান্ত হয়ে পড়েছে মানুষের হৃদয় । কার জন্য এগুলো লেখা তা জানেন না কেউ। কিন্তু জীবনে যে কত অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাই বোধহয় সত্যি করে দিয়েছে এই কবিতাগুলো।

স্থানীয় পুলিশকর্তারা এই কবিতার খাতাটা উদ্ধার করেছেন। মানুষের মতন এই কবিতার খাতাটি কার তার সনাক্তকরণের জন্য আবেদন জানিয়েছেন পুলিশ কর্তারা। যদিও কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেননি, ওই খাতাটি উদ্ধার করতে। হয়তো কেউ আসবেন কিংবা আসবেন না কিন্তু আজীবন এক প্রেমের স্বাক্ষর হিসেবে থেকে যাবে করমন্ডলের এই খাতাটি।