সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাইপো জীবনে কি করেছেন? সমলোচনা করেই দা’য়ি’ত্ব শে’ষ করেছেন: দিলীপ ঘোষ

করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন দিলীপ ঘোষ। সরাসরি রাজ্য সরকারের দিকে আঙুল তুলে দিলীপ ঘোষ বলেন, স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা আগামী দিনে হোক এটা আমরা কেউ চাই না। তবে আমরা চাই সিবিআই ইনকয়ারি হোক এবং সত্য ঘটনা সকলের সামনে উঠে আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় এখন রেলমন্ত্রী নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আমরা জানি তার সময় সাড়ে পাঁচশোর মত এক্সিডেন্ট হয়েছে এমন।

১৪০০ জন মানুষ মারা গেছে। সাড়ে ৮০০ ডিরেলমেন্ট হয়েছে। তখন কেন লাগাননি তিনি কবজ?

রেল বাজেট পেশ করে আলোচনা করতেই পারলেন না, তিনি আবার বড় বড় কথা বলছেন। তখন রেলকে তিনি আটকে রেখেছিলেন ভাড়া বাড়তে দেবেন না সুযোগ-সুবিধা নেবেন না এই বলে। তার মন্ত্রী দীনেশ ত্রিবেদী পরিবর্তন চেয়েছিলেন বলে তিনি দীনেশ কে পাল্টে দিয়েছিলেন।

নিজের লোকেদের চাকরি দিয়েছেন রেলে। তখন থেকেই দুর্নীতি শুরু হয়েছে রেলে। আজ এই দুর্দশার জন্য মোদীজিকে কষ্ট করতে হচ্ছে। গত ৯ বছরের মধ্যে কটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা বলুন তো? অনেক অ্যাক্সিডেন্ট কমে গেছে আগের থেকে। দিলীপ ঘোষ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন পদত্যাগের নাটক করেছেন কিন্তু কোন দায়িত্ব নেন নি।

কোন কাজ পুরো করেননি। যখন মুখ্যমন্ত্রী হয়েছেন ওনার যোগ্যতা বোঝা গিয়েছে। ৩ সমালোচনা করে দায়িত্বে শেষ করেছেন। পদত্যাগ করার কোন ক্ষমতা ওনার মধ্যে নেই। যখন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এক্সিডেন্ট হলো তখন উনি বলেছিলেন মাওবাদী হাত রয়েছে এর মধ্যে।

এখন বলছেন পদত্যাগ চাই তখন কেন পদত্যাগ চাননি রেলমন্ত্রীর? এই সমস্ত গ্রামে আমরা সকলেই জানি এরকম রোজ রোজ নাটক দেখে আমরা অভ্যস্ত। দিলীপ ঘোষ বলেন, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে উনি দুর্নীতিকে চাপা দেবেন কিন্তু এখন পা ছাড়া আর কোন রাস্তা নেই।

সবাইকে ভেতরে যেতে হবে। আজ বিশ্ব পরিবেশ দিবস কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হয়ে গেছে অনেক আগেই। সারাদেশ চেষ্টা করছে বাঁচার। প্রচন্ড তাপদাহ চলছে সারাদেশে। এত বিল্ডিং তৈরি হচ্ছে যে পরিবেশ গরম হয়ে গেছে এবং প্রতিবছর এইভাবে পরিবেশ আরো গরম হয়ে যাবে। আমাদের এখনই না সতর্ক হলে কোনভাবেই বাঁচতে পারব না আমরা।