সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম মহালয়ায় মহিষাসুরমর্দিনী রূ’পে ধ’রা দেবেন ঋতুপর্ণা! রইলো লুকস

আশ্বিন মাস পড়তে আর কয়েকদিন বাকি। আর আশ্বিন মাস মানেই দুর্গাপূজা । বাঙালির সবচেয়ে জনপ্রিয় ও প্রাণের উৎসব। তবে দুর্গাপূজার আগে যেটা আমাদের সকলকে পুজো পুজো রবে উৎসাহিত করে তা হলো মহালয়া। এই মহালয়ার দিনটা আসা মানেই আপামর বাঙালির মনে পুজো পুজো রব উঠতে বাধ্য।

‘ আশ্বিনের শারদ প্রাতে ‘ দিয়ে শুরু করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শুনতে সমস্ত বাঙালি উদগ্রীব থাকে। এবছর মহালয়া পড়েছে ৮ ই আশ্বিন ২৫ শে সেপ্টেম্বর। মহালয়া শব্দের মানে হলো ‘মহান আলয় বা আশ্রম’ এখানে এই মহান আলয় ই হলেন দেবী দুর্গা। আগে শুধু রেডিওতেই শোনা যেত মহালয়া।

কিন্তু এখন টিভিতেও আমরা দেখি মহালয়ার অপূর্ব সব ঘটনার দৃশ্য। বেশ কয়েকবছর ধরেই টিভিতে সিনেমার নায়িকা সঙ্গে সিরিয়ালের অভিনেত্রীদের মহালয়া করতে দেখছি আমরা। গত বছর অভিনেত্রী কোয়েল মল্লিক যথেষ্ট ভালো অভিনয়ে ফুটিয়ে তুলেছিল মহালয়ার গল্পের এক একটি অংশ।

আরো পড়ুন: এবার কিপ্যাড ফোনেই মি’ল’বে Android-র সুবিধা, ক’রা যা’বে ভিডিও কল

সেরকমই এ বছর জানা যাচ্ছে কালার্স বাংলায় দুর্গার চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত।এর মধ্যেই ‘ দেবী দশমহাবিদ্যা ‘ – এর ঝলক দেখা গিয়েছে। এই প্রথমবার মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে তাঁকে। সবাই খুব উৎসাহিতও।

সেটাই স্বাভাবিক যদিও। কারণ একটা বিরাট সময় জুড়ে টলিউডে দাপিয়ে বেড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। তাই তাঁর এই রূপে টিভির পর্দায় তাঁকে দেখতে সকলেই আগ্রহী।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলার বঙ্গবিভুষণ সন্মান পেয়েছেন তিনি। ফলে সকলে আরো বেশি উৎসাহী আবার তাঁর অভিনয় দেখার জন্য। আর যেহেতু তিনি দেবী দুর্গার অভিনয় করছেন সকলে তাই অপেক্ষা করে থাকবেন বলা চলে।

মহালয়ার তাৎপর্য শুধু দেবীর গল্প জানাই নয়। এই দিন পিতৃ পুরুষের উদ্দেশে তর্পণ করা হয় গঙ্গায়। এই দিনই দেবী দুর্গার চোখ আঁকা হয়। আর এই দিন থেকেই বাঙালির মনের মধ্যে দুর্গাপূজার আনন্দ শুরু হয়ে যায়।