সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী দি’নে পথ শিশুদের জন্য কিছু ক’র’তে চান উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া অদিশা

কোচবিহারের অদিশা দেব শর্মা, যে পশ্চিমবঙ্গের মধ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর ৪৯৮। স্বাভাবিকভাবেই তার আজ খুশি হওয়ার দিন, সে দারুণ খুশিও। তাছাড়া পরিবার-পরিজনেরা তো রয়েছেই।

বিশেষ করে আদিশা আরো খুশি, নিজের দাদুর স্বপ্ন পূরণ করতে পেরে। তার মোট ৯ টা টিউশন ছিল , টিউশনি বাদ দিয়ে এসে বাড়িতে মোট ৪-৫ ঘন্টা পড়াশোনা করেছে। সে জানিয়েছে তার কোনো পড়াশোনার নির্দিষ্ট রুটিন ছিল না।

যদি পড়তে থাকতো, তো সারাদিন পড়তেই থাকত, আবার এমন দিনও গেছে যেখানে সারাদিন বই নিয়ে বসেই থাকত। সবচেয়ে বেশি খুশি হয়েছে তা দূর স্বপ্ন পূরণ করতে পেরে, কারন তোর দাদু বলতো এমন পড়াশোনা করবি যাতে বাড়িতে মিডিয়া প্রেস আসতে বাধ্য হয়। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে।

আরো পড়ুন: নতুন শ্রম আইন চা’লু হ’চ্ছে ১ জুলাই থেকে

তবে কিন্তু সে শুধু পড়াশোনা নিয়ে থাকেনি। পড়াশোনার সাথে সাথে নাচ গান, গিটার সবকিছুই শিখেছে সে। সে বলেছে আসলে শেখার ইচ্ছা থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না‌। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সে জানিয়েছে।

আসলে সে পথ শিশুদের জন্য কিছু করতে চায়। যখন পথ শিশুদের সে দেখে তখন তার দারুন কষ্ট হয়। তাদের জন্য কিছু করতে চায়। সে তার পড়াশোনা অবশ্য এগিয়ে নিয়ে যেতে চায় অঙ্কে স্নাতক হয়ে।

অঙ্ক তার প্রিয় বিষয়, কিন্তু সাথে তার ইঞ্জিনিয়ারিং লাইনেও যাওয়ার ইচ্ছা রয়েছে। তবে সারাদিন বই নিয়ে বসে থাকত না সে কখনই। মন খারাপ লাগলে গোয়েন্দা গল্ট পড়তাম। কিন্তু পড়ার সময় শুধুই পড়তাম।