সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সা’র্জি’ক্যা’ল স্ট্রা’ই’ক নিয়ে দিগ্বিজয় সিংয়ের ম’ন্ত’ব্য নি’য়ে মু’খ খুললেন রাহুল গান্ধী

ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করে দিগ্বিজয় সিং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছে। আর সেই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন রাহুল গান্ধী। তিনি বললেন , তিনি দিগ্বিজয় সিং এর সাথে কখনই একমত নয়। আমরা দিগ্বিজয়ের ব্যাক্তিগত মতের সাথে কখনই সহমত পোষণ করি না।

আমরা পরিষ্কার করে বলতে চাই সশস্ত্র বাহিনী তাদের জায়গায় তারা ঠিক, তাদের নতুন করে প্রমাণ দেওয়ার কিছুই নেই। এর সাথে তিনি আরও বলেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস আগের থেকেই স্পষ্ট। আমাদের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে।

আসলে দিগ্বিজয় সিং বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয় নিয়ে কথা বলে বিজেপি সরকার। তারা দাবি করে তারা নাকি বহু জঙ্গি মেরেছে। কিন্তু তার কোনো প্রমাণ নেই। স্রেফ মিথ্যার ওপরে নির্ভর করে তারা রাজত্ব করছে। আপনাদের বলতে চাই এই দেশ সকলের।

আরো খবর: “দিদির দূতদের গ্রামে ঢো’কা নি’ষে’ধ”, মালদহের গ্রামে দেওয়াল লিখন, ব্যা’প’ক উ’ত্তে’জ’না

এর সাথে তিনি বলেন পুলওয়ামায় ৪১ জন জওয়ান শহীদ হয়েছে। কেন তাদের শহীদ হতে হল? পুলওয়ামা কতটা সংবেদনশীল সেটা আমরা সবাই জানি, কিন্তু তাও কেন জওয়ানদের বিমানে পাঠানো হল না শ্রীনগর থেকে দিল্লিতে?

সেটা বলা হলেও মোদিজী সেটা শোনেনি। কেন নির্দিষ্ট দিনে স্করপিও গাড়িটি চেক করা হয় নি? এই সমস্ত কিছু বলার পর থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। তবে এই বিষয় নিয়ে রাহুল গান্ধীর মত কি সেটা তিনি জানিয়েছেন।