সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের সাথে দুবাইয়ে সোনার দা’মে কতটা ফা’রা’ক? কতটা কি’নে আ’ন’তে পারবেন জেনে নিন

সোনার দাম আকাশছোঁয়া। যতদিন যাচ্ছে সোনা যেন সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আজ কলকাতায় ২৪ ক্যারেটের ৯৯৯ ভাগ খাঁটি সোনার প্রতি ১০ গ্রামের দাম যাচ্ছে ৪৯,৩০০ টাকা। কিন্তু এর থেকে প্রায় ৬ হাজার টাকা কমে ২৪ ক্যারেটের ৯৯৯ ভাগ খাঁটি সোনা কেনার সুযোগ কিন্তু নাগালের মধ্যেই রয়েছে। জানতে চান কি কোথায়? হ্যাঁ, দুবাই। লোকে দুবাইয়ে গেলেই সস্তায় সোনার কেনার চেষ্টা করেন। সেখান থেকে ভারতের চেয়ে অনেকটাই সস্তায় সোনা কিনেও আনেন অনেকে। কারণ, সে দেশে ২৪ ক্যারেটের ৯৯৯ ভাগ খাঁটি সোনার প্রতি ১০ গ্রামের দাম ভারতের চেয়ে প্রায় ৬ হাজার টাকা সস্তা।

কী ভাবে দুবাইয়ে সোনার দাম ভারতের চেয়ে প্রায় ৬ হাজার টাকা সস্তা? দুবাইয়ে ১ গ্রাম সোনার দর যাচ্ছে ২১৬.০০ AED এবং সেই হিসাবে ১০ গ্রামের দর ২১৬০ AED। আর ভারতীয় মূল্যে এর দাম হচ্ছে ৪৪,১০৭ টাকা। কলকাতার বাজারে আজকের সোনার দরের তুলনায় যা ৫,২০০ টাকা কম। এছাড়া, বিভিন্নক রিপোর্টে বলা হয়েছে যে, দুবাইয়ের সোনা অন্যান্য দেশের তুলনায় অনেক উৎকৃষ্ট এবং বিশুদ্ধ। এর পাশাপাশি দুবাই থেকে কেনা সোনার নকশাও একেবারে ভিন্ন এবং নিখুঁত। এই কারণে অনেকেই দুবাই থেকে সোনা কিনতে চান।

দুবাই থেকে সর্বাধিক কতটা সোনা কিনে নির্ঝঞ্ঝাটে দেশে ফেরা যায়? কাস্টম শুল্ক আপনার লাগেজের পাশাপাশি আপনি বিদেশে কতদিন রয়েছেন, তার উপরেও নির্ভর করে। যদি কোনও ব্যক্তি বহু বছর ধরে বিদেশে থাকেন এবং তিনি দেশে আসেন, তবে তাকে কিছু ছাড় দেওয়া হয়। তবে যদি কেউ ৩-৪ দিনের জন্য বিদেশে যান এবং তারপর ভারতে ফিরে আসেন, তবে তার জন্য কাস্টম শুল্কের নিয়মটি আলাদা।

প্রায় এক বছর ধরে বিদেশে বসবাসকারী ভারতীয় মহিলারা ৪০ গ্রাম পর্যন্ত সোনা আনতে পারেন। আর আনতে পারে পুরুষরা ২০ গ্রাম পর্যন্ত সোনা। এছাড়া দুবাইয়ে বেড়াতে গেছেন এমন পুরুষরা ৫০ হাজার টাকা পর্যন্ত এবং মহিলারা ১ লাখ টাকা পর্যন্ত মূল্যের সোনা কিনতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের ভিত্তিতেও আলাদা ভাবে ওই মূল্যের সোনা কেনা যাবে। অর্থাৎ, অনেক বেশি সোনা সস্তায় কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। তাই দুবাই গেলে অবশ্যই সেই সুযোগ কাজে লাগান।