সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলাতেও ক্র’স ভোটিং! রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের কে দ্রৌপদী মুর্মুকে দিলেন ভোট?

অসমের পর এবার বাংলা থেকেও রাষ্ট্রপতি নির্বাচনের ক্রস ভোটিং এর বিষয় উত্থাপিত হয়েছে। ভোটের ফলাফল বের হওয়ার পর দেখা যাচ্ছে বাংলার বিধানসভা থেকে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৭১ টি ভোট।

চারজন বিধায়কের ভোট বাতিল হয়েছে। ২২১ এর মধ্যে তৃণমূল ভোট পেয়েছে ২১৬ টি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপির ঘরে ৭০ এর জায়গায় ৭১টি ভোট গেল কিভাবে। একটি ভোট কে বেশি দিলেন?

তাহলে কি তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কেউ ভোট দিয়েছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অংকের কথা বলেছিলেন সেই অংক কিন্তু এবার অক্ষরে অক্ষরে মিলে গেল।

আরো পড়ুন: পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে ইডির হা’না

এই নিয়ে অবশ্য বিজেপির অন্দরমহলে খুশির হাওয়া বইছে। এদিকে তৃণমূল শিবির নতুন করে অংক কষতে শুরু করে দিয়েছে। দলে থেকে কি কোনো বিধায়ক অন্য দলের হয়ে ভোট দিলেন? আপাতত তাকে খুঁজে বার করার প্রচেষ্টা চলছে।

শুভেন্দু অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে বলতে পারেন এনডিএ প্রার্থী সত্তরের উপর ভোট পাবেন। তার ভবিষ্যৎ বাণী সত্য হয়েছে। তৃণমূল দলের অভ্যন্তর থেকেই সম্ভবত কোনো বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছেন।