সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নতুন শ্রম আইন চা’লু হ’চ্ছে ১ জুলাই থেকে

আরো একবার চালু হয়ে গেলে নতুন নিয়ম। নিয়মটি সংসদে অনেক আগেই পাস করে দিয়েছিল। এবার মোদি সরকার সারা দেশজুড়ে আগামী মাস থেকে নিয়ে আসতে চলেছে নয়া শ্রম আইন।

এই আইন অনুসারে কার্য সময় এবং বেতনের দিকে অনেকটাই প্রভা পড়ে যাবে। নতুন নিয়ম যদি কার্যকরী হয় তাহলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প বিধি, স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম এমনকি কাজের সময় পর্যন্ত বদলে যেতে পারে।

এই নিয়ম অনুসারী কর্মচারীদের দৈনিক কাজের বেতন বেড়ে যেতে পারে পাশাপাশি সময় বেড়ে দাঁড়াতে পারে 12 ঘণ্টা পর্যন্ত অর্থাৎ একজন কর্মচারীদের প্রায় অর্ধেক দিন কাজ করতে হবে।

আরো পড়ুন: কোটিপতি হতে ই’চ্ছে করছে আপনার? ত’বে চা খাওয়া আজই ছাড়ুন!

তবে সে ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই কর্মচারীদের সময় বাড়ানোর পাশাপাশি কর্মচারীরা পেয়ে যাবে সপ্তাহে তিন দিন ছুটি। আগামী দিনে এই নিয়ম চালু হলে কতখানি স্বস্তি বা অস্বস্তিতে থাকবেন কর্মচারীরা তা সময় বলতে পারবে।