সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভোটে মু’খ থু’ব’ড়ে পড়ার পর এখনো গান্ধী পরিবারই ভ’র’সা কংগ্রেসের, সোনিয়াই থাকলেন প্রেসিডেন্ট

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর দেখা গেছে কংগ্রেসের শোচনীয় অবস্থা। ইতিমধ্যেই শোনা যাচ্ছিল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দল থেকে ইস্তফা দিতে পারে। কিন্তু সেই জল্পনা একেবারে উড়িয়ে দিল কংগ্রেস দল।

কংগ্রেসের ভরাডুবির জন্য নাকি গান্ধী পরিবারের এক বড় হাত রয়েছে, এমনটাই নাকি অনেকে সুর চড়িয়েছে। দলের অভ্যন্তরে এই প্রশ্ন উঠছে, পাঞ্জাবের এই হারের জন্য গান্ধী পরিবারের এক বিশাল প্রভাব রয়েছে।

শোনা যাচ্ছিল কংগ্রেসের G-23 কমিটির অনেক নেতাই চাইছিলেন, দলের নেতৃত্ব এবার গান্ধী পরিবারের বাইরের কোনো নেতা দেক। কিন্তু সেই বৈঠক শুরু হওয়ার আগেই কংগ্রেস স্পষ্ট জানিয়েছিল, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কেউ পদত্যাগ করবে না।

আরো পড়ুন: যেন সিনেমার দৃ’শ্য! কাউন্সিলর খু’নে’র ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিশেষ করে Congress spokesperson KC Venugopal এদিন বৈঠকের শুরুতেই জানান, সোনিয়ার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। লক্ষ্য করে দেখা যাচ্ছে, কংগ্রেস দলের স্থায়ী কেউ সভাপতি নেই। সেই অন্তর্বতী কালীন সভানেত্রীর পদে রয়েছেন সোনিয়া গান্ধী।

এমন করে আর কতদিন? স্হায়ী ভাবে দলে সভাপতির দরকার, যার কারণে এই নিয়ে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে বাকবিতণ্ডা হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে আবার , Venugopal জানান, হার নিয়ে ‘চিন্তন শিবির’ -এর আয়োজন করা হবে ।

Congress spokesperson Randeep Surjewala জানিয়েছেন, 2024 Lok Sabha Elections -এর জন্য জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।