সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: আঙুরের পাতা চি’বি’য়ে খেয়ে নে’শা করে হিংস্র প্রাণী জাগুয়ার

সম্প্রতি একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল। সেখানে গাছের পাতা খাচ্ছে জাগুয়ার। তারপর নেশাগ্রস্ত হয়ে পড়ছে। জাগুয়ারের মতো হিংস্র প্রাণীকে নেশাগ্রস্ত হয়ে পড়তে দেখা গিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি-র একটি ভিডিয়োয় এমনটি দেখা গিয়েছে। জাগুয়ারটি একটি আঙুর প্রজাতির একটি গাছের পাতা চিবিয়ে খেয়ে নেশা করছিল।

আঙুর প্রজাতির ওই গাছটির বিজ্ঞানসম্মত নাম ‘বানিস্টেরিওপসিস ক্যাপি’। শুধুমাত্র জাগুয়ারই এই গাছের পাতা খেয়ে নেশার আনন্দ উপভোগ করে না, পেরুর আদিবাসীদের মধ্যেও এই গাছের পাতা খুব জনপ্রিয়। বিভিন্ন উৎসবে এই পাতার সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে নেশা করে থাকেন তাঁরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গাছের একটি ‘সাইকোঅ্যাকটিভ’ প্রভাব রয়েছে। এর মধ্যে হার্মাইন, হার্মালাইন এবং টেট্রাহাইড্রোহার্মাইন রয়েছে। এই উপাদানগুলিই শরীরে এমন প্রভাব বিস্তার করে।

জাগুয়ারের মতো অনেক মাংসাশী প্রাণী, যারা আমাদের আশেপাশে থাকে, তাদের মধ্যেও কিন্তু এ রকম আচরণ দেখা যায়। কুকুর, বিড়ালকে অনেক সময় ঘাস চিবিয়ে খেতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, হজমের কোনও সমস্যা হলে অনেক সময়ই তারা বমি করতে চায়।তখনই ঘাস খেতে দেখা যায় তাদের।