সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডাক্তারদের বি’দ্রো’হ মহারাষ্ট্রে! আ’ত্ম’হ’ত্যা করতে চে’য়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ২৮১ জন চিকিৎসকের

করোনাকালে প্রবল আর্থিক সংকটের মুখে মহারাষ্ট্রের আয়ুর্বেদ চিকিৎসাকরা। বেতন বৃদ্ধির দাবিতে সরব চিকিৎসকেরা এবার মহারাষ্ট্র সরকারের নজর ঘোরাতে এক অভিনব পন্থা নিলেন। তারা মহারাষ্ট্র সরকারের কাছে সম্মিলিতভাবে একটি চিঠি প্রদান করেছেন। যে চিঠির মূল বক্তব্য হলো সরকারের গাফিলতি এবং উদার মনোভাবের কারণে এবার তারা আত্মহত্যার সিদ্ধান্ত নিতে চান। তার জন্য সরকারি অনুমোদন চেয়েছেন তারা। এভাবেই কার্যত এক অভিনব উপায়ে সরকারের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভ প্রকাশ করলেন।

মহারাষ্ট্রের ২৮১ জন ডাক্তার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে সরকারের কথা খেলাপির কথা উল্লেখ করা হয়েছে। আয়ুর্বেদ চিকিৎসকদের প্রতি উদ্ভব ঠাকরে প্রশাসনের অমানবিক আচরণ, উদাসীনতা এবং অপমানকর ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন তারা। তাদের দাবি দীর্ঘ প্রায় ২ দশক ধরে তারা ওই অঞ্চলের আদিবাসী মানুষদের সেবা করে আসছেন, তার প্রতিদানে তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না।

তাদের দাবি, ওই এলাকায় আদিবাসিদের চিকিৎসার জন্য সেভাবে কোনো সুবিধা নেই। চিকিৎসার জন্য তাদের দূর-দূরান্তে যেতে হয়। এতদিন ধরে তারা আদিবাসীদের চিকিৎসা করে আসছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা করছেন, ছোটখাটো রোগ, সর্প দংশনের চিকিৎসা করছেন। তবু সরকার তাদের দিকে দৃষ্টিপাত করছে না। এমনকি সরকারের তরফ থেকে যে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাও মানা হচ্ছে না।

মহারাষ্ট্রের স্বপ্নীল লোঙ্কার নামের এক আয়ুর্বেদিক চিকিৎসক মহারাষ্ট্র লোক সেবা আয়োগের চিকিৎসায় পাশ করার পরেও পোস্টিং না পেয়ে আত্মহত্যা করেছিলেন। তারপরেই কার্যত মহারাষ্ট্রের ২৮১ জন চিকিৎসকের এমন বিস্ফোরক চিঠি পৌঁছলো রাজ্য সরকারের দপ্তরে। সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার চিকিৎসকদের বেতন ২৪ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।