সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার শিশু কি থাইরয়েড আ’ক্রা’ন্ত? বুঝবেন কিভাবে?

তথ্য: নিউজ ১৮ বাংলা

বর্তমান সময়ে নিত্যনতুন অসুখ-বিসুখে জেরবার সকলে। এখন রোগের কোনো বয়স হয় না।ডায়াবিটিস থেকে শুরু করে হাই প্রেসার, কিডনি রোগ, হার্টের সমস্যা কি না নেই সেই রোগের তালিকায়!

প্রত্যেক ঘরে ঘরে এখন এইসব অসুখের ছড়াছড়ি। আর তার থেকে বাঁচতে কাঁড়ি কাঁড়ি ওষুধ খাওয়া শুরু হয় সকাল শুরু হওয়ার সাথে সাথে। ঠিক সেরকমই একটি সমস্যা হল থাইরয়েডের সমস্যা।

আজকাল বহু মানুষই এই সমস্যায় জর্জরিত হয়ে ওষুধকে নিত্যদিনের সঙ্গী করে নিয়েছেন। পুরুষদের তুলনায় মহিলারা এই সমস্যায় আক্রান্ত হন বেশি। তবে জানেন কি শিশুদের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে।

আরো পড়ুন: সাপ কা’ম’ড়ে’ছে স্ত্রীকে, সাপকে বোতলে ঢু’কি’য়ে সো’জা হাসপাতালে ব্যক্তি

গর্ভাবস্থাতেই নবজাতকের মধ্যে এই সমস্যার উদ্রেক ঘটে। এ ঘটনা নতুন কিছু নয়। ভ্রূণ অবস্থায় থাইরয়েড গ্রন্থি তৈরী হওয়া শুরু হয়। তবে এই সময় যদি এই কাজ সম্পন্ন না হয় অর্থাৎ থাইরয়েড গ্রন্থি অপরিণত থেকে যায় তাহলে জন্মের পর ওই শিশুর শরীরে পর্যাপ্ত থাইরয়েড নিঃসরণ হয় না।

জন্মের সময় কোনো শিশুর যদি থাইরয়েড ধরা পড়ে তাহলে তা কিন্তু শিশুর বিকাশের পথে বিশাল বড় একটি বাধা। তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েড পরীক্ষা অবশ্যই করিয়ে নেওয়া উচিত।

তবে শিশুটি থাইরয়েডে আক্রান্ত কিনা তা বোঝারও বিশেষ পদ্ধতি রয়েছে। চলুন তবে দেখে নেওয়া যাক থাইরয়েড আক্রান্ত শিশুর শরীরের লক্ষণগুলি কি কি!

১) জন্মের সময় অনেক শিশু জন্ডিসে আক্রান্ত হয়। তবে জন্ডিসের সমস্যা প্রকট হয় মূলত হাইপার থাইরয়েডের সমস্যা থাকলে।

২) পরিমাণের চেয়ে শিশু বেশি ঘুমোচ্ছে কিনা, বা পরিমাণের তুলনায় শিশু কম খাচ্ছে কিনা সেদিকে নজর রাখা।

৩) বাচ্চাদের হঠাৎ করে ওজন বেড়ে যাওয়াকে উপেক্ষা করা একেবারেই ঠিক নয়।

৪) ঘন ঘন জ্বর, বা কাঁপুনি দেওয়া অনেক সময় হাইপার থাইরয়েডের লক্ষণ হতে পারে।

৫) শিশুর কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যাও থাইরয়েডের কারণে হয়।