সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেরিয়ার শে’ষ করে দিতে পারে আপনার জুতো! জেনে নিন কারণ

যে জুতো আমরা পায়ে পরি সেই জুতোর বিভিন্ন গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। এই জুতো পড়ার কিছু নিয়ম নিষেধ এবং বিধি রয়েছে যা আমরা জানি না। বিশেষ করে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে জুতো পড়ার নানান নিদান দেওয়া হয়। আমাদের জীবনের সবকিছুই বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত। কারণ এবং ফলাফল এর উপর ভিত্তি করেই চলছে আমাদের গোটা জগত।

বাস্তুশাস্ত্র অনুযায়ী এই জুতোর বিভিন্ন গুরুত্ব রয়েছে আমাদের জীবনে তাই জুতো পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের মানতেই হবে। মনে রাখবেন উপহারে পাওয়া জুতো কখনোই পড়বেন না এই জুতো আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছুতে দেবে না।

এছাড়া চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কখনই ছেঁড়াফাটা জুতো পড়বেন না। অফিসে কখনোই বাদামি রঙের জুতো পড়া উচিত নয়। এতে অফিসে আপনার মান সম্মান ক্ষুন্ন হতে পারে। যদি চিকিৎসক কিংবা কোন স্বাস্থ্যকর্মী হয়ে থাকেন তবে অবশ্যই সাদা রঙের জুতো পড়বেন না।

যদি শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে থাকেন কফি রঙের জুতো পড়বেন না। জল জাতীয় কোন ব্যবসা কিংবা চাকরির সঙ্গে কি আপনি জড়িত? যেমন ধরুন নেভিতে চাকরি করেন কিংবা জলের ব্যবসা করেন কখনো এই নীল রঙের জুতো পড়বেন না! বাড়ির উত্তর পূর্ব দিকে জুতোর তাক রাখবেন।

বাইরে থেকে ঘরে ঢোকার আগে অবশ্যই বাইরেই জুতো খুলে আসুন। ঘরের মধ্যে কখনো জুতা ঝুলিয়ে রাখবেন না একটা জুতোর উপর আরেকটা জুতা রাখবেন না। ঘরে নেগেটিভ এনার্জি প্রভাব পড়ে। জুতো কখনো বিছানায় কিংবা টেবিলের উপর তুলবেন না এমনকি যদি নতুন জুতো হয় তবুও এই কাজ করবেন না।