সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাসন্তী পুজো ক’বে? জানুন শু’ভ মুহূর্ত ও পুজোর বি’ধি

চারবারের মতো নবরাত্রি হয়ে থাকে তাই হিসেব করে দেখা গেলে আমাদের, আশ্বিন মাসে শুক্লপক্ষের দূর্গাপূজা কালের নিয়মে প্রধান দূর্গাপূজা হিসেবে বিবেচিত হয়ে উঠেছে।

কিন্তু আবার চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজাকে প্রধান দুর্গাপূজা হিসেবেও অনেকে মানে। তাই এবার যদি চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজার কথা বলা যায়, তাহলে লক্ষ্য করা যাবে কবে শুরু হচ্ছে আর কবে শেষ।২ রা এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ এপ্রিলে শেষ হচ্ছে পুজো।

পুজোর অনেক বিধিনিষেধ রয়েছে, যেটাকে মেনেই পুজো করা হয়। ঘট প্রতিস্থাপন থেকে শুরু করে আরো বিভিন্ন নিয়ম কানুন মেনে চলা হয় । শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে এই কলস স্হাপন করা হয়, ২ রা এপ্রিল সকাল ৬ টা ১০ থেকে ৯ টা ২৯ ঘটিকা পর্যন্ত এই ঘট প্রতিস্থাপন এর সময়।

সকালে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে ঘট রাখার জায়গা পরিষ্কার করে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে জায়গাটি।সেখানে ঘট প্রতিস্থাপন করুন, আর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিন, কলসে সুপারি জল কয়েন রাখুন।

আরো পড়ুন: মার্চ মাসে কো’ন রাশির কেমন আ’য় হ’বে? মিলিয়ে নিন

ঘটি রুপো, পিতল, কিংবা মাটির হতে পারে। ঘটের ওপরে রাখবেন একটি কাঁচা ডাব, তার ওপরে একটি লাল চুনরি রাখতেই পারেন।তারপরেই নিয়ম মেনে পূজাপাঠ করতে পারেন।

নবরাত্রি প্রথম দিন ২ এপ্রিল, ২০২২ শনিবার- মা শৈলপুত্রী (ঘটস্থাপনা)

নবরাত্রি দ্বিতীয় দিন ৩ এপ্রিল, ২০২২ রবিবার – মা ব্রহ্মচারিণীর পুজো।

নবরাত্রি তৃতীয় দিন ৪ এপ্রিল, ২০২২ সোমবার- মা চন্দ্রঘণ্টা পুজো।

নবরাত্রি চতুর্থ দিন ৫ এপ্রিল, ২০২২ মঙ্গলবার- মা কুষ্মাণ্ডার পুজো

পঞ্চম দিন ৬ এপ্রিল, ২০২২ বুধবার – স্কন্দমাতার পুজো।

আরো পড়ুন: ডিজিটাল যুগেও রাস্তার মো’ড়ে মো’ড়ে “বইঘর”, জানুন দেশের এই বইগ্রামের বিশেষ ক’থা

নবরাত্রি ষষ্ঠ দিন ৭ এপ্রিল, ২০২২ বৃহস্পতিবার- কাত্যায়নী পুজো।

সপ্তম দিন ৮ এপ্রিল, ২০২২ শুক্রবার – কালরাত্রি পুজো।

নবরাত্রি অষ্টম দিন ৯ এপ্রিল, ২০২২ শনিবার – মা মহাগৌরী।

নবরাত্রি নবম দিন ১০ এপ্রিল, ২০২২ রবিবার -… দশমী।।