সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন ইন্ডিয়ান আর্মির কেলানি খে’লো চাইনিজ আর্মি? বিদেশমন্ত্রীকে ছাঁ’টা’ই জিনপিংয়ের

চিনা কমিউনিস্ট পার্টি-র সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি পলিটব্যুরো নতুন চিনা বিদেশমন্ত্রী হিসেবে কোয়াং গ্যাংয়ের নাম ঘোষণা করেছে । এতোদিন পর্যন্ত বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছিলেন ওয়াং লি। অন্যদিকে আমেরিকায় চিনা রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন ৬৯ বছরের কোয়াং গ্যাং।

বিদেশমন্ত্রী হিসেবে তিনি কবে দায়িত্বগ্রহণ করবেন তা স্পষ্ট করেনি CPC। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের অক্টোবরে তৃতীয়বারের জন্য CPC-র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

এর জেরে প্রেসিডেন্ট পদে থাকার ক্ষেত্রে তাঁর আর কোনও বাধা নেই। CPC-র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দল ও প্রশাসনে একাধিক রদবদল করেছিলেন তিনি।

আরো খবর: আজ শনিবার, দেখে নিন বছরের শেষ দিনটি কেমন কা’ট’বে আপনার, রইলো রাশিফল (31.12.2022)

এবার বিদেশমন্ত্রী পদেও বদল আনলেন জিনপিং। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র তথা সহকারী বিদেশমন্ত্রী হুয়া চুংইয়াং তরফে টুইট করে এই নিয়োগের কথা জানানো হয়। নতুন বিদেশমন্ত্রী কোয়াং গ্যাংকে শুভেচ্ছা জানান তিনি।

আগামী বছরের ৫ মার্চ থেকে শুরু হবে চিনা পার্লামেন্ট National People’s Congress বা NPC-র অধিবেশন। এই অধিবেশন থেকেই সাধারণত পাঁচ বছরের জন্য প্রশাসনিক রদবদল করে CPC।