সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না কিছুই না! আরো ভ’য়া’ব’হ অ’তি’মা’রী আসছে বিশ্বে! আ’শ’ঙ্কা প্রকাশ করলো WHO

দরজার কড়া নাড়ছে আরো এক অতিমারি, করোনার স্মৃতি এখন ভোলেনি মানুষ তার মধ্যেই ফের সাবধান বানী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারা বিশ্ববাসীকে প্রস্তুত থাকতে বলেছেন কারণ করোনা ভাইরাসের থেকেও আরো ভয়াবহ ভাইরাস আস্তে চলেছে এই পৃথিবীতে।

সদ্য জেনেভায় অনুষ্ঠিত স্বাস্থ্য বিষয়ক একটি সভায় স্পষ্ট করে একথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, তাঁরা বলছেন আগামী ভবিষ্যতে আরো ভয়ংকর অতিমারি ধেয়ে আস্তে চলেছে যার জন্য আগাম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সম্প্রতি এক বিবৃতিতে আমরা জেনেছি কোভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাস এখন একটি সাধারণ ইনফ্লুয়েন্স যাতে পরিণত হয়েছে। তার মহামারী তকমা একপ্রকার ঘুচে গিয়েছে, তবে আসন্ন যে নয়া বিপদের আশঙ্কায় প্রানহানির সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ।

এই নতুন প্যাথোজেনে মোট নটি রোগের সংক্রমণ ছড়াতে পারে বলে জানা গিয়েছে, যে রোগের এখনো পর্যন্ত কোনো চিকিৎসা পদ্ধতি জানা নেই। যার ফলে তা অতি রূপ খুব সহজে নিতে পারে। তাই আমাদের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত।

বিগত তিন বছর ধরে নিজের দাপট বজায় রেখেছে করোনা মহামারী, কিছুটা রাশ টানা সম্ভব হলেও এখনো পর্যন্ত পরিসংখ্যান বলছে প্রতি চার মিনিটে একজন করে কোভিদ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। মৃতদের মধ্যে বেশি ভাগই প্রবীণ মানুষ।

তাই বলা যেতে পারে এখনো জনবহুল এলাকা কোভিদ সংক্রমণের একটি বড় ক্ষেত্র কিন্তু এই মাসে হু তরফ থেকে স্বস্তির বার্তা দেয়ায় অনেক জায়গাতেই লকডাউন শিথিল হয়ে গিয়েছে কিন্তু আমাদের উচিত এখনো সতর্কতা অবলম্বন করা তবে যদি আগামী মহামারীকে কিছুটা হলেও ঠেকাতে পারি।