সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মুখ দেখেই মানুষের চরিত্র জা’না যায়! শিখে নিন প’দ্ধ’তি

যেকোনো মানুষের মন জানার জন্য তার চোখের দিকে তাকালেই হয়। কিন্তু এমন একটি জিনিস আছে যার মাধ্যমে মানুষকে সহজে চিনে ফেলা যায়। শুধুমাত্র চিনে ফেলা যায় বললে ভুল বলা হবে, মুখের আকৃতি অথবা গঠন দেখলে একজন মানুষের প্রাথমিক চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে একটি ধারণা করতে পারি আমরা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি অবয়ব দেখে মানুষের সম্পর্কে ধারণা করতে পারেন আপনি।

মুখ দেখে মানুষ চেনার উপায়: কোন মানুষের মুখ যদি লম্বাটে হয়, তাহলে পরিস্থিতি অনুযায়ী সেই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এমনটাই মনে করি আমরা। মুখে যদি চওড়া হয় তাহলে সেই মানুষ জন্মগতভাবে আত্মবিশ্বাসী হয়।

ঠোঁট এবং নাকের দূরত্ব দেখে মানুষ চেনার উপায়: কোন ব্যক্তির ঠোঁট এবং নাকের দূরত্ব যদি বেশি হয় তাহলে সেই মানুষটির সেন্স অফ হিউমার অত্যাধিক বেশি হবে এমনটাই ধরে নেওয়া যায়।

নাকের ছিদ্র দেখে মানুষ চেনার উপায়: কোন ব্যক্তির নাকের ছিদ্র যদি বড় হয়, তাহলে মনে করতে হবে সেই ব্যক্তি কর্মনিপুণ এবং দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। উল্টোদিকে কোন ব্যক্তির নাকের ছিদ্র যদি ছোট হয় তাহলে মনে করা হয় সেই ব্যক্তি ছোট মনের।

দাঁতের উপর দাঁত দেখে চিনতে পারবেন মানুষ: কোন ব্যক্তির দাঁতের উপর দাঁত থাকলে সেই ব্যক্তি বুদ্ধিমান এবং সৃজনশীল হয়ে থাকেন বলেই মনে করা হয়। এক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদের ভোগবিলাসী বলে মনে করা হয়।

ঠোঁট দেখে চেনার উপায়: কোন ব্যক্তির ঠোঁটের দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ যদি বড় হয়, তাহলে সেই ব্যক্তি ভদ্র এবং মহৎ চিন্তার মানুষ হন।

ভুরু দেখে মানুষ চেনার উপায়: ভুরুর মধ্যে যদি দূরত্ব বেশি থাকে তাহলে সেই ব্যক্তি আত্মকেন্দ্রিক বলে মনে করা হয়। দুটি ভুরুর মধ্যে যত বেশি দূরত্ব, তার সহ্য ক্ষমতা ততবেশি।

বুকে লোম দেখে মানুষ চেনার উপায়; যে মানুষের বুকের লোম বেশি থাকে, সেই মানুষ স্বার্থ নিয়ে থাকতে পছন্দ করেন। সাধারণত এদের দাম্পত্য জীবন সুখের হয়।

চোখ দেখে মানুষ চেনার উপায়: চোখের পাতা যদি বেশি ভাঁজ যুক্ত হয় তাহলে মনে করা হয় সেই ব্যক্তি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না।