Home দেশ কর্ণাটকের খনি থে’কে পাওয়া যা’বে ১৭ হাজার কো’টি’র সোনা! কি পদক্ষেপ করতে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কর্ণাটকের খনি থে’কে পাওয়া যা’বে ১৭ হাজার কো’টি’র সোনা! কি পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র?

এবার খনি থেকে ইচ্ছে হলেই সোনা তুলে আনতে পারবেন। ঠিকই শুনছেন ভারতেই মিলে গেল এক পুরনো স্বর্ণ খনি। খননকার্য চালালেই মিলবে সোনা। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি সোনার খনি। এতদঞ্চলের সবচেয়ে পুরনো সোনার খনি এটি। এবার সেখানেই খনন কার্য চালাবে কেন্দ্রীয় সরকার। ব্রিটিশ আমল থেকেই ওই খনিতে সোনা উত্তোলিত হতো। যদিও ঐ খনি বন্ধ হয়ে গিয়েছিল।

ব্রিটিশরা পাঁচ কোটি টন সোনা উত্তোলন করেছিলেন ওই খনি থেকে। খনন করার জন্য ইতিমধ্যে একটি দরপত্রের আবেদন করা হয়েছে। কোন সংস্থা পাবে খননের দায়িত্ব তা নিলাম করা হবে। কর্নাটকের ওই সোনার খনি গত কুড়ি বছর ধরে বন্ধ। আনুমানিক ২.১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সোনা পাওয়া যেতে পারে এই খনি থেকে। ভারতীয় অংকে এই টাকার পরিমাণ ১৭৩৭৭ কোটি ৩৬ লক্ষ ৯৫০০ টাকা।সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই খনি থেকে সোনা উত্তোলনের কাজ হবে। তেমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

অনেক পরিত্যক্ত সোনা থেকেও নিষ্কাশন করলে আধুনিক সোনা বের করা সম্ভব বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।এক সরকারি আধিকারিক জানিয়েছেন শুধুমাত্র সোনাই নয় প্যালাডিয়ামও পাওয়া যেতে পারে এখান থেকে। তিনি আরো জানান ভারত সরকারের লক্ষ্য হলেও ওখান থেকে সোনা তুলে এনে তা বিদেশে রপ্তানি করা। প্রতি মাসে নিলামের জন্য আলাদা আলাদা সংস্থাকে দায়িত্ব অর্পণ করা হবে।

আরো খবর: গাড়ি নি’য়’ন্ত্র’ণ হা’রি’য়ে সো’জা ৩০০ ফুট গভীর খা’দে, দুই আরোহীকে বাঁ’চা’লো আইফোন

প্রসঙ্গত চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি সোনার চাহিদা রয়েছে ভারতবর্ষে। সেই চাহিদা পূরণের জন্যই সোনা খনি খোঁজার কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোনা বরাবর দুবাই থেকে আমদানি করে ভারত।

কিন্তু চলতি বছরের জুলাই মাসে ভারতে বাণিজ্যিক ঘাটতি সংকুচিত করতে এবং ভারতীয় টাকার উপর সমস্ত ধরনের চাপ কমানোর জন্য সোনা আমদানির উপর শুল্ক বাড়ানো হয়েছে অনেকটাই। বিশ্ব সোনা কাউন্সিল জানিয়েছে গত বছরের তুলনায় ভারতের সোনার চাহিদা ১৪ শতাংশ বেড়ে গিয়েছে। আর এইসব দিক পর্যালোচনা করে নতুন নতুন সোনার খনির খোঁজ চালাচ্ছে ভারত।