Home অফবিট আগুনের গো’লা ধে’য়ে এলো পৃথিবীর বুকে! এমন উল্কাপাত হয়তো কোনোদিন দেখেননি আপনি!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগুনের গো’লা ধে’য়ে এলো পৃথিবীর বুকে! এমন উল্কাপাত হয়তো কোনোদিন দেখেননি আপনি!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আকাশে হঠাৎ মহাজাগতিক আলোর দৃশ্য। ভিডিওতে দেখা গেছে, ঝকঝকে রাতের আকাশ থেকে বৈদ্যুতিক আলোয় ঝলমল করা শহরের বুকে এক উল্কা এসে আছড়ে পড়ছে। সেটি যেন ঠিক ছোটখাটো একটি আগুনের গোলা।

যদিও উল্কাপাত কোনো বিরল ঘটনা নয়। মাঝেমধ্যেই রাতের আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করলে দেখা যায় অন্ধকার আকাশের বুক চিড়ে উল্কাপিণ্ড ধেয়ে আসছে পৃথিবীর দিকে। অনেকের কাছে এটি আকাশ থেকে খসে পড়া তারা হিসেবেও পরিচিত।

তবে উল্কা একটি মহাজাগতিক বস্তু, মূলত জ্বলন্ত পাথরখণ্ড, কোনো নক্ষত্র নয়। ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের। স্থানীয় সময় রাত ৯টা ২২ মিনিট নাগাদ কের্ন্স বিমানবন্দরের সামনে ওই উল্কাপাত হয়েছে বলে জানা যাচ্ছে।

শহরের নানা প্রান্ত থেকে এই দৃশ্য দেখা গিয়েছে বলে খবর। এই ভিডিওটির উল্কাপাতের দৃশ্য আর পাঁচটির মতো নয়, একেবারে অন্য রকম। কারণ এত কাছ থেকে উল্কাপাত ক্যামেরাবন্দি হতে সচরাচর দেখা যায় না। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অত্যন্ত চর্চিত একটি বিষয়।


যদিও ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি। পরীক্ষা নিরীক্ষণের পর জানা যাচ্ছে, উল্কাটি ছোট, মোটামুটি এক মিটার লম্বা। তবে পৃথিবীর দিকে সেটি যখন ধেয়ে আসছিল তখন ঘণ্টায় দেড় লক্ষ কিলোমিটার ছিল তার গতিবেগ।