সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেয়েছে ৯৯.৫ শতাংশ, উচ্চমাধ্যমিক প্রথম হওয়া রুমানা NEET-এ চ’ম’কে দিলেন সকলকে

মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা রুমানা সুলতানা এবার উচ্চমাধ্যমিকের পর NEET অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেন। NEET -এ তাঁর ব়্যাংক হয়েছে ১,০৫৭। প্রাপ্ত নম্বরের শতাংশ ৯৯.৫। উচ্চমাধ্যমিকের রেজাল্টে সাফল্যের পর আবারও NEET -এ তাঁর সাফল্যে সবাইকে চমকে দিয়েছেন রুমানা।

মুর্শিদাবাদের কান্দি পুরএলাকার ১১ নম্বর ওয়ার্ডের হোটেল পাড়ার বাসিন্দা রুমানা সুলতানা হলেন কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। তাঁর বাবা রবিউল আলম ভরতপুর থানার অচলা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভীন ভরতপুরের গয়সাবাদ অচলা বিদ্যামন্দিরে শিক্ষিকা। শিক্ষক পরিবারের সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকে জ্ঞানার্জনে আগ্রহ ছিল তাঁর। শুধুমাত্র পরীক্ষায় ভাল ফললাভের আশায় নয়, ভালবেসে পড়াশোনাকে আঁকড়ে ধরেছিলেন রুমানা। আর তার ফলও পাওয়া গেছে বারবার। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিলেন রুমানা। তারপর বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করেন। তাঁর লক্ষ্য ছিল, উচ্চ মাধ্যমিকে আরও ভাল ফল করার। লক্ষ্য পূরণ করতেও সক্ষম হয়েছেন তিনি।

২০২১ সালে করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। মাধ্যমিক এবং একাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে ছাত্র ছাত্রীদের মূল্যায়ন করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। উচ্চমাধ্যমিকে রুমানার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে ৪৯৯। তাঁর রেজাল্ট ঘোষণা করতে গিয়ে সংসদ সভাপতি মহুয়া দাস বলেন, ”প্রথম হয়েছে রুমানা, প্রাপ্ত নম্বর ৪৯৯। এক মুসলিম কন্যা।” পরবর্তীতে সংসদ সভাপতির পদ থেকে মহুয়া দাসকে সরতে হয়েছে।