সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিরহানা মাছের হামলায় মৃ’ত্যু ৪ জনের, ব্যা’প’ক আ’ত’ঙ্ক

দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ের পিরানহা মাছের আক্রমণে মৃত ৪, আহত ২০।কিছু মাছ আছে যেগুলি মানুষের ক্ষতি করে। তবে কিছু মাছ আছে যেগুলি মানুষকে মেরে ফেলে। দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েতে পিরানহা মাছের আক্রমণে ৪ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। ডেলি স্টারের তথ্য অনুযায়ী একটি ২২ বছরের যুবক নিখোঁজ হয়ে গিয়েছিল। তার পরিবারের লোকজন তাকে বিচে খুজছিলেন। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই যুবকের দেহ খুব খারাপ অবস্থায় বিচের পাশে পাওয়া যায়। সে যখন নদীতে স্নান করতে গিয়েছিল তখন এই হামলা হয় বলে জানা গিয়েছে।

তার ওপর যে পিরানহা মাছের হামলা হয়েছিল তা ফরেন্সিক পরীক্ষাতেও জানা গিয়েছে। এই প্রথম নয়, এর আগেও ওই এলাকায় এমন ঘটনা ঘটেছে। এর আগে ৪৯ বছরের এক ব্যক্তিকেও এভাবেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাঁর শরীরে দংশনের চিহ্ন ছিল। তেমনই আরও দুই ব্যক্তির দেহ অপর একটি নদীর পাশে পাওয়া গিয়েছিল।

এই ঘটনার পর জলে রাসায়নিক মেশানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, যাতে পিরানহা মানুষের থেকে দূরে থাকে। এই প্রসঙ্গে Biologist Julio Javier ABC.com.py-কে জানান যে, পিরানহা প্রজননের সময় হামলা চালায়। সাধারণত পুরুষ পিরানহা মাছই হামলা করে। হামলা করার আগে লুকিয়ে থাকে এরা।