সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পিএম শ্রী স্কুলের পোর্টাল ল’ঞ্চ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কা’রা কা’রা উপকৃত হবেন?

আমাদের দেশের মধ্যে কৃতী ছাত্র ছাত্রীদের অভাব নেই। অভাব সঠিক প্রশিক্ষণের আর অর্থের। এরকম অনেক ফ্যামিলি রয়েছে যাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো হওয়ার সত্বেও তারা পড়াতে পারেন না। আর তাই সেই সব কৃতী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করা হচ্ছে একটি নতুন প্রকল্প।

যাতে একটা নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা বিস্তৃত শিক্ষার অভিজ্ঞতা লাভ করতে পারেন তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পিএমশ্রী ( প্রাইম মিনিস্টার স্কুল of রাইজিং ইন্ডিয়া ) স্কুল নির্বাচনের জন্য পোর্টাল চালু হয়েছে। এই প্রকল্পে বলা হয়েছে প্রতিটি রাজ্য সরকার থেকে প্রতিটি ব্লকের মধ্য থেকে দুটো করে স্কুল আবেদন করতে পারবে এই প্রকল্পে। একটা নির্ধারিত মান সরকার থেকে থাকবে যেটার মাধ্যমেই নির্বাচন হবে।

এটি মূলত একটি কেন্দ্রীয় স্পনসর স্কিম বলা হচ্ছে। এই স্কিম চালু করার আসল উদ্দেশ্য হচ্ছে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার ওপর আরো বেশি করে যত্ন নেওয়া হয়। তাই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থা গুলি থেকে মোট ১৪,৫০০ টি পিএমশ্রী বিদ্যালয়ে এই ব্যাবস্থা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে অন্তত ২০ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবে।

আরো পড়ুন: ঘুমের মধ্যে আ’চ’ম’কা লা’ফি’য়ে উঠছেন? ঝাঁকুনি লাগে? কে’ন হয় এমন?

এই প্রকল্পটি ৫ বছরের মেয়াদে আপাতত শুরু করা হচ্ছে। যারা এই প্রকল্পে আবেদন করতে চান তারা Pmshri school. education.gov.in এই পোর্টালে গেলেই আবেদন করা যাবে। এছাড়াও সরকারি অর্থায়িত, কেন্দ্রীয় বিদ্যালয়, ও নবোদয় বিদ্যালয় সহ সমস্ত স্কুল আবেদন করতে পারবেন এমনও বলা হয়েছে। এবং এই নির্বাচন যাতে সচ্ছ ভাবে হয় সেদিকেও যথেষ্ট নজর দেওয়া হবে।