সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এদিকে বাড়ছে রিচার্জের দা’ম, মানুষের পকেট কে’টে মুকেশ আম্বানি নিউইয়র্কে ৭২৮ কোটির হোটেল কিনলেন

যেখানে সাধারণ মানুষ ভেবেই পাচ্ছেন না যে কিভাবে পয়সা রোজগার করবেন, যেখানে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে যেন সত্যি সত্যিই টাকার গাছ আছে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির। এবার মাত্র এক বছরের মধ্যেই মুকেশ আম্বানি কিনে ফেললেন সুদূর নিউইয়র্কের একটি বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল।

Reliance to buy control of New York's Mandarin Oriental hotel for $98 mn | Business Standard News

সূত্রের খবর, এই হোটেলটি ৯.৪ কোটি টাকায় কিনেছেন মুকেশ আম্বানি। ভারতীয় মুদ্রায় যা ৭২৮ কোটি টাকার সমান। ২০০৩ সালে তৈরি হয়েছিল এই হোটেলটি। মুকেশ আম্বানির এই নতুন হোটেলটি ইতিমধ্যেই AAA ফাইভ ডায়মন্ড হোটেল, ফোর্বস ফাইভ স্টার হোটেল এবং ফোর্বস ফাইভ স্টার স্পা সহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে। এবার এই হোটেলের মালিক হলেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। ম্যান্ডারিন ওরিয়েন্টাল হল একটি বিলাসবহুল হোটেল যা 80 কলম্বাস সার্কেল, নিউ ইয়র্ক, হাডসন নদী, সেন্ট্রাল পার্ক এবং কলম্বাস সার্কেলের ঠিক পাশে অবস্থিত।

ril: Mukesh Ambani buys Mandarin Oriental New York in $98 million-deal | India News - Times of India

এই বিলাসবহুল হোটেল রাজপ্রাসাদের থেকে কোনোও অংশেই কম নয়। তাহলে দেরী না করে চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই হোটেলটিতে। হোটেলটিতে রয়েছে অনেক বিলাসবহুল সুযোগ সুবিধা। যার কিছু কিছু ঘর নদীমুখী, কিছু নিউইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্ক এবং কলম্বাস সার্কেলের মুখোমুখি। হোটেলের ভেতর থেকে চমৎকার সব দৃশ্য দেখা যায়। হোটেলের অন্দরমহলের পেন্টিং এবং সুন্দর রং দেখলে নিমেষেই চোখ জুড়োতে বাধ্য।

Mukesh Ambani has bought Mandarin Oriental, New York, the hotel that may have sparked the design for Antilia | Condé Nast Traveller India

হোটেলটিতে পেন্টহাউসের মতো রুম এবং দুটি রুম স্যুটও রয়েছে। এছাড়াও আর্ট মিউজিয়াম, মিউজিক কালেকশন, শেফসাইজ কিচেন, স্টাডি অ্যান্ড মিডিয়া সেন্টার, লার্জ ফ্লোর-টু-সিলিং উইন্ডো, প্রিমিয়াম সাউন্ড সিস্টেমের মতো সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও, হোটেলটিতে একটি বিলাসবহুল বার রয়েছে।

Luxury Accommodations In Manhattan | Mandarin Oriental, New York

রিলায়েন্স এর কর্মকর্তার বক্তব্য অনুসারে এই হোটেল সংক্রান্ত লেনদেন মার্চ ২০২২ এর মধ্যেই শেষ হবে। উল্লেখ্য গত বছরের এপ্রিলে, মুকেশ আম্বানি ব্রিটেনের প্রথম আইকনিক কান্ট্রি ক্লাব এবং গলফ রিসর্ট স্টক পার্কটি ৫৯২ কোটি টাকায় কিনেছিলেন। এই বিলাসবহুল রিসর্টে জেমস বন্ড ছবির শুটিং হয়েছিল।