সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বুধবার থে’কে রা’জ্যে বা’ড়’বে বৃষ্টি! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে আ’লা’দা পূ’র্বা’ভা’স হাওয়া অফিসের

আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণেই কার্যত বুধবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টিপাত বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে সে ক্ষেত্রে নদীর জল স্তর বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ে ধ্বস নামার সম্ভাবনাও রয়েছে। আগামীকাল থেকেই কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এদিকে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে।

আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাসে অত্যধিক জলীয়বাষ্পের উপস্থিতি আদ্রতা জনিত অস্বস্তির সৃষ্টি করেছে। আগামীকাল থেকে অবশ্য নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে নিম্নচাপ সৃষ্টি হবে। এই মুহূর্তে উত্তর প্রদেশ থেকে ত্রিপুরা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে।

উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা হয়ে বিহার, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে নিম্নচাপ রেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনাও অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না।