সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গঙ্গায় ভা’সি’য়ে দেওয়া ফুলকে কা’জে লা’গি’য়ে কোটি টা’কা’র ব্যবসা, ব’দ’লে গেল দুই যুবকের জী’ব’ন

“বুদ্ধি যার, দুনিয়া তার”। এবার এমন ই এক উদাহরণ দেখতে পাওয়া গেল উত্তরপ্রদেশের একটি গ্রামে। কথায় বলে, ব্যবসা ও পূজি একে অপরের পরিপূরক। পূজি ছাড়া ব্যবসা যেন অচল। কিন্তু বুদ্ধির বাজিমাতে এমন ধারণা পরিবর্তন করে দিয়েছে উত্তরপ্রদেশের দুই যুবক।

প্রধানমন্ত্রী মোদির স্বচ্ছ ভারত অভিযানে প্রায় ২৯ টি মন্দির থেকে প্রতিদিন ৮০০ কেজির ফুল ফেলে দেওয়া হয় নদীতে। সেই পচা ফুল সংগ্রহ করে আজ কোটি টাকার মালিক হলেন দুই যুবক।

সূত্র অনুসারে দুই বন্ধু ২০১৪ সালে কানপুরে মকর সংক্রান্তির দিন গঙ্গার তীরবর্তী মন্দির গুলি দেখতে যায় এবং সেখানে তাদের নজরে আসে নদীতে ভাসমান পচা ফুল ও দূষিত জল।

আরো পড়ুন: ইংরেজিতে “রসগোল্লা”-কে কি বলে? আপনার কি জা’না আ’ছে উত্তর?

এসব দেখে তারা উপায় বের করেন ও ফুল গুলি সংগ্রহ করে তারা নিজেদের কম্পানি শুরু করেন, যেখানে ধূপকাঠি ও জৈবসার তৈরি করা হয়। বর্তমানে তাদের অফিস রয়েছে ভুট্টি নামক গ্রামে।

২০১৫ সালে মাত্র ৭২০০০ টাকায় এই উদ্দ্যোগ শুরু করেন।দেখতে দেখতে তা কোটি তে পৌছায়। কানপুর, কনৌজ প্রভৃতি জায়গায় তাদের ব্যবসা ছড়িয়ে পড়েছে।

শুধুমাত্র নিজেরাই লাভবান হননি, কর্মস্থলের জোগান করে দিয়েছন একাধিক মহিলার ও। জাতিসংঘ মহিলাদের কর্মদক্ষতা ও পরিচ্ছন্নতার আর্দশ করে তুলে ধরার জন্য কুর্নিশ জানায়।

তথ্য অনুসারে প্রায় ১১০৬০ মেট্রিক টন বর্জ্য এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। দুই বন্ধু অঙ্কিত ও করনের “Help us green”সদূর ভবিষ্যতে অনেক দূর এগোবে আশা রাখা হচ্ছে।