সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’থা পিছু আ’য় বৃদ্ধির নি’রি’খে দেশের সে’রা হলো পশ্চিমবঙ্গ: অর্থমন্ত্রী অমিত মিত্র

করোনার মধ্যে কার্যত বেনোজির অর্থনৈতিক সাফল্য পেয়েছে বাংলা। মাথাপিছু আয়ের নিরিখে গোটা দেশের মধ্যে সেরা হয়েছে এই বাংলা। শুক্রবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্ট তুলে ধরেছে রাজ্যের অর্থমন্ত্রক। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানালেন গত এক বছরে এই রাজ্যে মাথাপিছু আয় বেড়েছে। জিডিপি বৃদ্ধির নিরিখেও দেশের সেরা রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ।

করোনাকালে এমন জোড়া সাফল্যতে কার্যত মমতা সরকারের অর্থনৈতিক নীতিকে জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র টুইটারে জানিয়েছেন, মাথাপিছু আয় বৃদ্ধির নিরিখে গোটা দেশের মধ্যে থেকে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ। ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয়বৃদ্ধি পেয়েছে ৭.১৬ শতাংশ।

টুইট বার্তায় তিনি আরও উল্লেখ করেছেন যে গোটা দেশের গড় মাথাপিছু আয় ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের এই সাফল্য স্বভাবতই অনুপ্রেরণাদায়ক। রাজ্যের অর্থমন্ত্রী এই প্রসঙ্গে মমতা সরকারের সুস্পষ্ট আর্থিক নীতি এবং নরেন্দ্র মোদির ব্যর্থতার প্রতি ইঙ্গিত করেছেন। ২০২০-২১ অর্থবর্ষেই ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছিল পশ্চিমবঙ্গ।

বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের মতো তথাকথিত সমৃদ্ধ রাজ্যগুলিকেও বর্তমানে জিডিপি বৃদ্ধির নিরিখে টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ। দেশে ১০ লক্ষ কোটি বা তার বেশি জিএসডিপি যুক্ত রাজ্যের সংখ্যা মোটে সাত। সেই রাজ্য গুলি হলো মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা এবং রাজস্থান।