সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাষ্ট্রগীত গা’ই’তে আ’প’ত্তি AIMIM বিধায়কের, বললেন “গাইও না, গাইবোও না”

রাষ্ট্র সংগীত গাইতে মানা করে দিলেন এআইএম আই এম এর বিধায়ক। সভায় দাঁড়িয়েই “বন্দে মাতারাম” গানটি গাইবেন না বলেই স্পষ্টভাবে সকলকে জানিয়ে দেন। এআইএমআইএম এর বিধায়ক আক্তারুল ইমান অভিযোগ করেন, তার ইচ্ছে নেই বিধানসভায় জাতীয় গান গাওয়ার কিন্তু তাকে জোর জবরদস্তি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিধানসভায় এই গান গাওয়ার কথা বলা হয়। তার প্রশ্ন কেন বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই গানটি গাইবেন?

বিহারের বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনটিতে বিধানসভার স্পিকার বিজয় কুমার সিনহা একটি নতুন নিয়ম শুরু করেছিলেন, যেখানে নিয়ম অনুযায়ী অধিবেশনের প্রথম দিনে জাতীয় সংগীত “জনগণমন” গাওয়া হবে এবং শেষ দিনে “বন্দে মাতারাম” গানটি কিন্তু এই নিয়মকে উপেক্ষা করে এআইএমআইএম এর বিধায়ক আক্তারুল সরাসরি এই গানটি না গাওয়ার কথা জানিয়ে দেন।

সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আক্তারুল ইমান বিধানসভার স্পিকারের নানান কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তিনি এও জানান যে কোথায় এই কথাটা বলা আছে যে অধিবেশনে জাতীয় গান গাইতে হবে? একটি অধিবেশনে উচিত সকলের সহমত নিয়ে কাজ করা।

তিনি জানান,” জাতীয় সংগীত তিনি ভালোবাসেন, এবং দেশকে ভালোবাসে কিন্তু তাই বলে এই ভালোবাসা দেখানোর জন্য চাপ দিতে পারেনা কোন সংবিধান। গান গাওয়া প্রয়োজন তার তো কোনো মানে নেই কোথায় লেখা আছে যে এই গান সবাইকেই করতে হবে? বিধানসভায় “বন্দে মাতারাম” গানটি করার নিয়ম চালু করা হয়েছে। গাইতে হবে কিন্তু কেউ আমার ওপর জোর করে গাওয়াতে পারবে না। “বন্দেমাতরাম” গানটা বিষয় আমার সমস্যা রয়েছে। আমি এই গান গাইনা এবং আগামীদিনেও গাইব না”।