সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Alto-র থেকেও কম দা’মে বিশ্বের সবথেকে সস্তায় ইলেকট্রিক গাড়ি আসছে মা’র্কে’টে

প্রি পুজো মরশুমে বিশ্বের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে চলেছে বাজারে। এই গাড়ি মাত্র একবার চার্জ দিলে 300 কিলোমিটার পর্যন্ত পথ চলে। মারুতি অল্টো থেকেও কম দামে পাওয়া যাচ্ছে এই মিনি ইলেকট্রিক গাড়ি। চিনা কোম্পানি উলিং হংগুয়াং এমন একটি গাড়ি তৈরি করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। 2020 সালের দ্বিতীয় জনপ্রিয় মিনি ইলেকট্রিক গাড়ি তৈরি করেছে এই সংস্থা।

এই পর্যন্ত এই ছোট ইলেকট্রিক গাড়ির মোট 1,19,255 টি গাড়ি বিক্রি হয়েছে বাজারে। এবার আরো কমদামের নতুন ইলেকট্রিক গাড়ির নাম রাখা হয়েছে ন্যানো। বিশ্বের সবথেকে ছোট ইলেকট্রিক গাড়ি হবে ন্যানো। এমনটাই দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

মিডিয়ার রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই গাড়ি কিনতে গেলে খরচ হবে কুড়ি হাজার ইউয়ান। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 2.3 লক্ষ টাকা। এই খবর সত্যি হলে মারুতি অল্টো থেকেও কম দামে পাওয়া যাবে ইলেকট্রিক গাড়ি। অনুমান করা হচ্ছে, চীনে বিপুল জনপ্রিয়তা পেতে পারে এই ইলেকট্রিক ন্যানো গাড়ি।

দুই সিটের এই গাড়ি শহরের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত। এই গাড়ির দৈর্ঘ্য 2,497 মিলিমিটার এবং উচ্চতা 1,616 মিলিমিটার। গাড়িটি সর্বমোট 1,526 মিটার চওড়া। 1,600 মিলিমিটারের হুইলবেস হয়েছে গাড়িতে। 33 পিএস ইলেকট্রিক মোটর রয়েছে। ঘণ্টায় 100 কিলোমিটার বেগে ছুটতে পারে গাড়িটি। গাড়িতে রয়েছে ip67 সার্টিফাইড লিথিয়াম আয়ন ব্যাটারি। সাড়ে চার ঘন্টায় গাড়িটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।