সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

করোনা’র গ্রা’ফ নাম’তেই বা’উ’ল সং’গীত এর আ’স’রে উ’প’চে প’ড়’লো শ্রোতা’দের ভিড়

করোনার গ্রাফ নামতেই বাউল সংগীত এর আসরে উপচে পড়লো শ্রোতাদের ভিড়

মালদা,১৮ নভেম্বর : করোনার গ্রাফ নামতেই বাউল সংগীত এর আসরে ভিড় জমলো শ্রোতাদের।
প্রায় ৩৬ বছর ধরে রাশ উৎসব উপলক্ষে বাৎসরিক কীর্তন অনুষ্ঠানের আয়োজন করে আসছে ইংরেজবাজার থানার বড় সাঁকো কীর্তন কমিটি।

প্রতি বছরের ন্যায় এ বছরও বাৎসরিক কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত চারদিন কীর্তন অনুষ্ঠানের পর বুধবার রাতে বাউল সংগীত এর আয়োজন করা হয়।

গত কয়েকদিন ধরে সারা দেশ জুড়ে অনেকটাই নেমেছে করোনার গ্রাফ। তাই এদিন বাউল সংগীতের আসরে ভীড় জমান কয়েক হাজার শ্রোতা।

উপস্থিত ছিলেন, উদ্যোক্তা উজ্জল মন্ডল, বিশিষ্ট সমাজসেবী গৌতম সাহা, সুবীর সেন সহ অন্যান্য অতিথিরা।

জেলা এবং জেলার বাইরে থেকে বাউল শিল্পীরা সেখানে বাউল পরিবেশন করেন।
ঈশ্বরের কাছে সকলে প্রার্থনা করেন করোনা মুক্ত হয় যেন সারা পৃথিবী।