সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশ পরিষ্কার হতেই কালিম্পঙে উঁ’কি দি’লো কাঞ্চনজঙ্ঘা, বে’জা’য় খু’শি পর্যটকরা

গনগনে গরম থেকে রেহাই দিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশে দেখা মিলল কালো মেঘের। কিন্তু এখানে যখন বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা, তখনই এই বঙ্গের উত্তরে মিলল ঠিক উলটো ছবিটা।

সেখানে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মেঘ আর রোদের আলোঝলমলে লুকোচুরি। দীর্ঘদিন পর মেঘ আর কুয়াশার ঘোমটা সরে দেখা মিলেছে বিশেষ আকর্ষণ শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার।

আর তাতেই ঘুরতে আসার আলাদা স্বাদ উপভোগ করলেন কালিম্পং-এর পর্যটকরা। পেলেন ! এই সময়ে ঘুমন্ত বুদ্ধের দর্শন – এ তো ভাবাই যায় না!

আরো পড়ুন: একসময় দক্ষিণী সিনেমাকে অ’প’মা’ন করেছিল বলিউড, পুরানো ক’থা ম’নে করে কাঁদলেন চিরঞ্জীবী

সবমিলিয়ে আজ দার্জিলিংয়েও আবহাওয়া বেশ ফুরফুরে। গতকাল সারাদিন আকাশের মুখ ভার এবং বৃষ্টির পর আজ সকাল থেকেই সোনা রোদের দেখা মিলেছে সেখানে।

এরূপ মনোরম আবহাওয়ায় মনখুশী পর্যটকদের ভিড়ে জমজমাট ম্যাল।পর্যটকদের কথায়, “দক্ষিণের হাসফাঁসে গরম থেকে তো মুক্তি! ব্যস আর কি চাই! পাহাড় ছাড়তে কিছুতেই মন চাইছে না!”