সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসময় দক্ষিণী সিনেমাকে অ’প’মা’ন করেছিল বলিউড, পুরানো ক’থা ম’নে করে কাঁদলেন চিরঞ্জীবী

ভারতীয় সিনেমায় এখন দক্ষিন ভারতীয় ছবি আধিপত্য বিস্তার করেছে।বেরিয়ে যাচ্ছে একের পর এক হিট দক্ষিনি সিনেমা।সম্প্রতি সুপারস্টার চিরঞ্জিবি অভিনীত সিনেমা আচার্য মুক্তি পেয়েছে।

এই সিনেমা মুক্তির আগে উত্তর সিনেমা বনাম দক্ষিনি সিনেমার একটি বিতর্ক সভায় অংশ গ্রহন করেন তিনি।সেখানে তিনি তুলে ধরেন একসময়ে কিভাবে দক্ষিনি সিনেমাকে অপমান করা হয়েছিল।

বলতে বলতে তার চোখের কনা ভিজে উঠে।এই প্রসঙ্গে তিনি জানান একবার দেল্লিতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। সময়টি ১৯৯৮,তার অভিনীত রুদ্রবীণা সিনেমাটি সেরা ফিচার ফিল্ম হিসেবে নার্গিস দত্ত পুরস্কার জিতেছিল।

আরো পড়ুন: ডিপ্রেশন থেকে বাঁ’চ’তে নিজের প্রস্রাব খেয়েছেন, তাতে না’কি মি’লে’ছে উপকার! ক’ম হয়েছে বয়স, দাবি যুবকের

সেই পুরষ্কার নিতে তিনি দিল্লি যান। তিনি জানান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে একটি চা পার্টির আয়োজন করা হয়ে থাকে। যে হলে এই পার্টির ব্যবস্থা করা হয় সেখানে দেওয়ালের চারপাশে রাজ কাপুর, দিলিপ কুমার,রাজেশ খান্না,আমিতাভ বচ্চন প্রমুখ অভিনেতাদের ছবিসহ তাদের সম্পর্কে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়ে থাকে।

তিনি ভেবেছিলেন হয়ত দক্ষিনি সিনেমা সম্পরকেওএভাবে দেখানো হবে কিন্তু সেখানে শুধুমাত্র এমজিআর এবং জয়ললিতার নাচের একটি চিত্র দেখানো হয়।ব্যাস এতটুকু।এটায় সে সময় দক্ষিন ভারতীয় সিনেমা হিসেবে ব্যাখ্যা দেওয়া হয়েছিল।

তিনি অন্তত ক্রুদ্ধ হয়ে জানান তারা শুধুমাত্র হিন্দি সিনেমাকে ভারতীয় সিনেমা হিসেবে তুলে ধরেছিল। অন্যান্য সিনেমা তাদের কাছে আঞ্চলিক ভাষার সিনেমা মাত্র।এরকম ব্যাবহারের তিনি যথেষ্ট অপমান বোধ করেন।

কিন্তু বর্তমান কালে সাউথ ইন্ডাস্ট্রি প্রমান করে দিয়েছে তারা শুধুমাত্র আঞ্চলিক সিনেমা নয়।তিনি বাহুবলির পরিচালক এস এস রাজামৌলীকে ধন্যবাদ জানিয়েছেন।তিনি জানান আমাদের এই সাফল্য সকলের কাছে বিস্ময়ের কারন হয়ে উঠেছে।