সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পারদ না’ম’ছে কলকাতার, ত’বে কি শীতের মরশুম শুরু হলো বাংলা জু’ড়ে?

পুজো শেষ আর তারপরেই শীতের প্রকোপ রাজ্য জুড়ে। এখনো তেমনভাবে শীতের দাপট শুরু না হলেও কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে।

শীতের অনুভূতি এখনি মিলছে সর্বত্র উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা প্রবেশ করেছে রাজ্যে। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনটাই থাকার সম্ভাবনা বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ভোরের দিকে শিরশিরানি আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে গুমোট গরম অনুভূত হবে।

আজ রবিবার কলকাতার আশেপাশের এলাকা মেঘলা থাকার সম্ভাবনা। শীত কিন্তু এখনও আসে নি রাজ্যে, কিন্তু তার সূত্রপাত এখন থেকেই, আগামী কয়েকদিনের মধ্যে ১-২ ডিগ্রী তাপমাত্রা কমার সম্ভাবনা আছে।

এবার ইন্ডিয়ান আর্মির জন্য বিমান তৈ’রি ক’র’বে দেশীয় সংস্থা TATA

দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের কথা যদি বলতে হয় তাহলে দেখা যাবে এক ধাক্কায় ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নেমে গেছে। আকাশ এখন দারুণ পরিষ্কার, যার কারণে দূর থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছে পর্্যলটকেরা।