সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ইন্ডিয়ান আর্মির জন্য বিমান তৈ’রি ক’র’বে দেশীয় সংস্থা TATA

গুজরাটে ভাদোদরায় ভারতীয় বিমানবাহিনীর মালপত্র থেকে যাতায়াত-সহ নানাক্ষেত্রে পরিবহণের জন্য তৈরি হতে চলেছে সি-২৯৫ বিমান। ইউরোপের প্রতিরক্ষা ক্ষেত্রে যাদের তৈরি পণ্যের ব্যাপক ব্যবহার হয়, সেই এয়ারবাস সংস্থা টাটা কোম্পানির সঙ্গে যৌথভাবে এই বিমান তৈরি করবে। দেশের অভ্যন্তরে বিমান পরিবহণ ক্ষেত্রে যা নতুন দিগন্ত খুলে দেবে।

এমনটাই বিশ্বাস মোদী সরকারের। এক সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন প্রতিরক্ষাসচিব অজয় কুমার। তিনি জানিয়েছেন, ভাদোদরার কারখানা থেকে ভারতীয় বায়ুসেনার চাহিদা যেমন পূরণ করা হবে।

তেমনই বিদেশেও বিমান রফতানি করা হবে এই কারখানা থেকে। গত বছরের সেপ্টেম্বরে, ভারত এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সংস্থার সঙ্গে ২১ হাজার কোটি টাকার একটি চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী ওই সংস্থার থেকে ৫৬টি সি-২৯৫ বিমান কিনবে কেন্দ্র। ভারতীয় বিমানবাহিনীর অভ্র-৭৪৮ বিমানগুলো বেশ পুরোনো হয়ে গিয়েছে।

এলি’য়ে’ন খুঁজতে স্পে’শা’ল কমিটি গ’ঠ’ন করলো NASA

ওই সব বিমানেই এখনও সেনার মালপত্র থেকে জওয়ানদের পরিবহণের কাজ চলছে। কিন্তু, পুরোনো ওই সব বিমান চালানো আর যুক্তিযুক্ত মনে করছে না বিমানবাহিনী। কারণ, তবে,এই বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এনিয়ে প্রতিরক্ষা মন্ত্রক তার বক্তব্য জানিয়েছে। সেই কারণে মোদী সরকার এই নতুন বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ।