সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন বার বার কম্পনের সামনে পরতে হয় তুরস্ককে? তুরস্কের ভৌগোলিক অবস্থানই কি দা’য়ী?

এমনটা হওয়ার কারণ কি তুরস্কে? কখনো সেখানে ১০,০০০ বা কখনো সেখানে ২.৫ লক্ষ মানুষের মৃত্যু হয় ভূমিকম্পের কারণে। গতকাল সোমবার ভোর ৪ টা ১৭ মিনিটে কেঁপে উঠেছিল তুরস্ক রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল।

এখানেই শেষ নয়, প্রথম ভূমিকম্পের ঠিক ১১ মিনিট পর আরেকবার কম্পন অনুভব হয়, যেটা কিনা সেটা কিনা তুরস্ক সহ সিরিয়া পর্যন্ত কেঁপে ওঠে‌ তারপর আবার তৃতীয় কম্পন। এই ভূমিকম্পের কারণে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পরে বহুতল সব বাড়িঘর।

মৃতের সংখ্যা ইতিমধ্যে ৪ হাজার ছাড়িয়েছে যেটা আগামীতে আরও বেশী হবে বলেই আশঙ্কা। তাছাড়া আহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।এর অগেও বহুবার কেপে উঠেছে তুরস্ক। কিন্তু কেন এতবার ? আসলে টেকটনিক প্লেটের একেবারে সংযোগস্হলে অবস্হিত এই তুরস্ক। যার কারণেই এত ভূমিকম্প প্রবণ ।

আরো খবর: শাহরুখের শে’ষ ছবির ঝু’মে জো পাঠান গানের বাংলা ভার্সন চ’লে এলো, শুনবেন না’কি?

এই জায়গায় অবস্হার কারণে ক্ষতির পরিমাণও হয় অত্যধিক। ভূতত্ত্ববিদেরা জানিয়েছে অ্যানাটোলিয়ান প্লেটের অবস্থান আবার ইউরেশীয়, আফ্রিকান এবং আরবীয় টেকটনিক প্লেটের মধ্যস্থলে অবস্হিত এই তুরস্ক।

এইযে অ্যানাটোলিয়ান প্রলেপ রয়েছে সেটা ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে। আর আরবীয় প্লেট অনবরত ধাক্কা মারতে থাকে এই অ্যানাটোলিয়ান প্লেটকে। আর এর কারণেই অ্যানাটোলিয়ান প্রলেপ আবার গিয়ে ধাক্কা মারে ইউরোপীয় প্লেটে তার ফলেই এই ভয়ানক ভূমিকম্পের সৃষ্টি হয়।