সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জাতীয় সংগীতের সময় যদি দাঁ’ড়া’ন তবেই হিজাব পরবো, ইরানের মাটিতে দাঁ’ড়ি’য়ে দা’বি শাটলারের

হিজাব না পড়লে পদক দেওয়া হবে না, এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইরানের টুর্নামেন্টে। তাই বাধ্য হয়ে পদক নেওয়ার জন্য হিজাব পড়তে হয়েছে ভারতীয় শাটলার তানিয়া হেমান্থকে। একই সাথে ভারতীয় রানার আপ তানসিন মীরকেও হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত হিজাব না পড়লেও সেদিন পড়তে হয়েছে তাকে। তবে তানসিনের বাবা জানিয়েছে, ইরানের সংস্কৃতি রক্ষা করার সাথে সাথে তিনি ভারতীয় সম্মানের কথাও ভেবেছেন।

তিনি জানিয়েছেন আমি হিজাব পড়ব কিন্তু ভারতীয় জাতীয় সঙ্গীত চলার সময় সবাইকে উঠে দাঁড়াতে হবে। ভারতীয় ১২ জন ব্যাডমিন্টন খেলোয়াড় ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিল।

আরো খবর: শীত ফাইনালি কবে বি’দা’য় নিচ্ছে? বি’রা’ট পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

সেখানেই মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ওঠেন দুই ভারতীয়- তানিয়া হেমান্থ ও তাসনিম মীর। তবে গতবারের চ্যাম্পিয়ন তানসিন এবার হেরে যায় তানিয়ার কাছে।

কিন্তু তারপরেই বিতর্ক শুরু হয় যে হিজাব না পড়লে পদক দেওয়া হবে না, তাই বাধ্য হয়ে হিজাব পড়তে হয় তাকে। যেটা স্যোশাল মিডিয়ায় আসতেই বিতর্কের ঝড় শুরু হয়।