সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা পুরসভায় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নি’য়ো’গ, বেতন কা’ঠা’মো জেনে নিন

কলকাতা পুরসভায় নিয়ে এলো চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সেখানে শুরু হয়েছে একাধিক পদে নিয়োগ। শুধুমাত্র ইন্টারভিউ- এর মাধ্যমে কিছু পদে নিয়োগ করা হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে বর্তমানে অ্যানালিস্ট এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে।তবে সূত্রে খবর ভবিষ্যতে আরও বেশ কিছু পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে।

ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে বলা হয়েছে। ইন্টারভিউয়ের দিন সেই আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।তবে শূন্য পদ রয়েছে মোট ২ টি এবং কাজটি হবে চুক্তি ভিত্তিক।

শিক্ষাগত যোগ্যতা: অ্যানালিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারিকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি কিংবা বায়োকেমেস্ট্রি, মাইক্রোবায়লজি বা টেকনোলজিতে স্নাতক হতে হবে। অন্যদিকে, ড্রাইভার পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং এলএমভি-টিআর/ট্রান্স/এমপিভি/এইচপিভি/পিএসভিবিইউএস- বিভাগের অধীনে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া থাকতে হবে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা।

আরো খবর: আজ ১৩ তারিখ, সত্যিই কি দিনটি আনলাকি! দেখে নিন আপনার রাশিফল (13.03.2023)

বয়সসীমা: দুটি পদের জন্যই প্রার্থীর বয়সসীমা বেধে দেওয়া হয়েছে 40 বছর।

ইন্টারভিউ প্রক্রিয়া: অ্যানালিস্ট পদের ইন্টারভিউ হবে ২০ মার্চ এবং ড্রাইভার পদের ইন্টারভিউ হবে 21 মার্চ কলকাতায়। উক্ত দিনে রুম নং 137, দোতলা, চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার, সিএমও বিল্ডিং, 5, এস.এন ব্যানার্জি রোড, কলকাতা 700013-এই ঠিকানায় সকাল সাড়ে 11 টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।

বেতন: অ্যানালিস্ট পদে প্রতি মাসে 20 হাজার টাকা এবং ড্রাইভার পদে প্রতি মাসে 11,500 টাকা করে বেতন দেওয়া হবে।