সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কা’র্ড ছা’ড়া মিলবে না চিকিৎসা, জা’রি নি’র্দে’শি’কা

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসংক্রান্ত পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করা হলো। এবার থেকে সরকারি হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিতে গেলে সঙ্গে থাকতে হবে স্বাস্থ্য সাথী কার্ড। যদি কারোর কাছে কাজ না থাকে তাহলে তাকে হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে দেওয়া হবে। এর জন্য সঙ্গে রাখতে হবে আধার কার্ড। এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তরে তরফ থেকে জানানো হয়েছে যে যদি কেউ সিজিএইচএস, ডব্লিউবিএইচএস বা ইএসআই কার্ড দেখান তাহলেও তারা সরকারি হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার অনুকরণে স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় এই রাজ্যের প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার পরিসেবা পাবেন।

এই কার্ড থেকে সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালে পরিষেবা পাওয়ার কথা। যদিও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন রাজ্যবাসী। এমনকি কার্ড দেখিয়েও চিকিৎসার পরিসেবা না পাওয়াতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটেছে বেসরকারি হাসপাতালে। তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি প্রকল্প মান্যতা দিতেই হবে। নতুবা হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যাবে।

সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, অনেক নার্সিংহোম স্বাস্থ্য সাথী কার্ডকে অবহেলা করছে। যদি সরকারি প্রকল্পকে তারা মানতে না চায় তাহলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। একই সঙ্গে তিনি বলেন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য সাথী কার্ড এবার থেকে বাধ্যতামূলক।