সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় সেনা’র শ’ক্তি বৃ’দ্ধি ক’র’তে এ’বা’র রা’শি’য়া থে’কে আ’স’ছে একে 203 অ্যা’স’ল্ট রাই’ফেল

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি করতে এবার রাশিয়া থেকে আসছে কে 203 অ্যাসল্ট রাইফেল

ভারতীয় সেনা বাহিনীকে শক্তিশালী করে তুলতে একের পর এক শক্তি বৃদ্ধি করছে ভারত। শত্রুকে কড়া জবাব দিতে ফ্রান্স, ইজরায়েল, রাশিয়া থেকে একের পর এক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর হাতে খুব তাড়াতাড়ি একে 203 অ্যাসল্ট রাইফেল আসতে চলেছে। রাশিয়া থেকে আসবে এই অত্যাধুনিক রাইফেল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে উভয় রাষ্ট্রের মধ্যে সমরাস্ত্র নিয়ে লেনদেন সংক্রান্ত চুক্তি হতে পারে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও অন্যান্য অস্ত্র সরবরাহ নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ।

দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চুক্তি সংক্রান্ত সমস্ত ছাড়পত্র দিয়েছে দেশের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। আপাতত পুতিনের সফরকালে ভারতের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত করতে আর কোনো বাধা নেই বলেই মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের আমেথির কারখানাতে প্রায় সাড়ে সাত লক্ষ একে-203 অ্যাসল্ট রাইফেল তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

তবে এই রাইফেল তৈরীর প্রযুক্তি রাশিয়া থেকে ভারতে আসতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। তাই প্রাথমিকভাবে রাশিয়া থেকে পাঠানো যন্ত্রাংশ দিয়ে 70000 রাইফেল তৈরি করা হতে চলেছে। উৎপাদন প্রক্রিয়া শুরুর 32 মাসের মধ্যেই ভারতীয় সেনার হাতে রাশিয়ার একে-203 অ্যাসল্ট রাইফেল পৌঁছে যাবে।