সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিল্পের না’মে নি’র্বি’চা’রে প্রাণী ‘হ’ত্যা’, বেজি মে’রে তাদের লোম দিয়ে তৈ’রি হ’চ্ছে মেকআপ ব্রাশ ও তুলি

গোটা পৃথিবী যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ এবং স্বাভাবিক থাকে সেটাই বর্তমান প্রজন্মকে করা উচিত কিন্তু বর্তমান প্রজন্ম নিজেদের স্বার্থ সুবিধার্থে প্রকৃতির ক্ষতি করছে, যার ফলে ভবিষ্যতে প্রজন্মের কাছে সেটি অভিশাপের আকার ধারণ করবে।

যেভাবে মানুষেরা নিজেদের সুযোগ-সুবিধার জন্য পশুপাখি হত্যা করছে তা একসময় পরিবর্তন হয়ে দাঁড়াবে পৃথিবীর কাছে। একটি অভিযান চালানো হয়েছে এবং যেখানে দেখা গেছে যে অবলা সমস্ত পশুদের মেরে তাদের দাঁড়া ব্যবসা চালানো হচ্ছে।

এই অভিযানে পাওয়া গেছে ৫৮,৩৫২ টি আঁকার তুলি যেগুলো জানা গেছে বেজির লোম থেকে তৈরি করা। শুধুমাত্র এইখানেই নয় তার ওপর অপারেশন ক্লিনহার্টের কর্মকর্তারা ১১৩ কেজি ওজনের বেজিরলোম উদ্ধার করেছে এবং সেখানে আটক করেছেন ৪৩ জনকে।

আরো পড়ুন: ট্রাফিক সামলাতে ব্য’স্ত পুলিশকর্মী, আচমকা শিঙ নিয়ে গুঁতো মা’র’লো ষাঁড়, যা হ’লো এরপর

জানা যায় যে বাণিজ্যের জন্য প্রত্যেক বছর ১ লক্ষেরও উপরের বেজিকে মারা হয় এবং যাদের লোম দিয়ে তৈরি হয় অসংখ্য ব্রাশ সেখানে তাকে আঁকার ব্রাশ এবং মেকআপ ব্রাশ। ১ কেজি লোমের জন্য মারা হয় ৫০ টি বেজিকে।

অপারেশন চালানোর সময় যেভাবে বেজির লোম উদ্ধার করা হয়েছে তাতেই বোঝা গেছে যে কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষ বন্য প্রাণীদের হত্যা করছে।

এত কিছুর মাঝেও একটা প্রশ্ন প্রত্যেক মানুষের মধ্যে থাকা দরকার যে যেখানে প্রাণীদের হত্যা করে নির্মমভাবে নতুন একটি শিল্প করা হচ্ছে সেই শিল্প কি আদেও ভবিষ্যতের জন্য ভালো বলে নিযুক্ত হবে?

ভাবা উচিত সময় থাকবে প্রত্যেকটা মানুষকেই নিজেদের ভবিষ্যত প্রজন্মের রক্ষার্থে। প্রাকৃতিক ভারসাম্য কথা চিন্তা করা উচিত, নয়তো একদিন অকালেই চিরতরে বিলীন হয়ে যাবে গোটা পৃথিবী।