সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলের জা’লে উ’ঠ’লো ৫০ লাখ টা’কা’র ইলিশ, মৎস্যজীবী পে’লে’ন সোনার চেন উ’প’হা’র

মাছে ভাতে বাঙালির জন্য সুখবর। ১৭০ মণ ইলিশ ধরা পড়লো বাংলাদেশের একটি ট্রলারে। রাতারাতি লাখপতি হয়ে গিয়েছেন ট্রলারের মালিক। তবে তিনি একা সেই লাভের টাকা দখল করে বসেননি। তাই ট্রলারের মালিক প্রত্যেক মৎস্যজীবীকে একটি করে সোনার চেইন উপহার দিয়েছেন। ওই ট্রলারের মৎস্যজীবিরা যে ১৭০ মণ ইলিশ ধরেছেন তা ৫০ লক্ষ টাকায় বিক্রি করেছেন ওই ট্রলারের মালিক। তাই তিনি খুশি হয়ে তার কর্মীদের উপহার দিয়েছেন।

বরিশালের বরগুণা জেলার পাথরঘাটা ঘাট থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায় ‘এফ বি আল মাদিনা’ নামের একটি ট্রলার গত ১৭ই আগস্ট সমুদ্রের উদ্দেশ্যে বেরোয়। ট্রলারের মালিক এনামুল হোসেইনের ট্রলারের নেতৃত্ব দিয়েছিলেন ইমরান হোসেন নামের এক মৎস্যজীবী। মৌখালির কাছে সাগরের জল দেখেই অভিজ্ঞ জেলে ইমরানের মনে হয় সেখানে ভালো পরিমাণে মাছ পাওয়া যাবে। এরপরই তিনি ওই জায়গায় জাল ফেলার নির্দেশ দেন এবং তার অনুমান সত্যি প্রমাণিত হয়।

প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে মৎস্যজীবীদের জলে। ইমরান তখনই ফোন করে ট্রলারের মালিককে সুসংবাদ প্রদান করেন। এই খবর পেয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় মৎস্যজীবী মহলে। ব্যবসায়ী মহলেও খবর পৌঁছে যায় মুহূর্তের মধ্যে। ব্যবসায়ীরা তখন সমুদ্রের পাড়ে ট্রলার ফেরার জন্য প্রতীক্ষা করছিলেন। মঙ্গলবার সকালে ট্রলার ফিরে আসে সমুদ্রপাড়ে। চাঁদপুর, চট্টগ্রামের মাছের পাইকারি ব্যবসায়ীরাও সমুদ্রপাড়ে এসে ভিড় জমিয়েছিলেন।

১ কেজির বেশি ওজন থেকে শুরু করে দুই থেকে আড়াই কেজি ওজনের ইলিশ মাছ উঠেছে জালে। ওই মাছ আর বাজারে নিয়ে যাওয়ার সুযোগ পাননি ট্রলারের মালিক। সমুদ্রের পাড় থেকেই সব মাছ বিক্রি হয়ে গিয়েছে। এত প্রভূত লাভ পেয়ে ট্রলারের মালিক ইমরানকে এক ভরি ওজনের সোনার চেইন উপহার দিয়েছেন।